eaibanglai
Homeএই বাংলায়মুখ্যমন্ত্রীর জেলা সফরের মধ্যেই তৃণমূল উপপ্রধানের দুর্নীতির অভিযোগে পড়ল পোস্টার

মুখ্যমন্ত্রীর জেলা সফরের মধ্যেই তৃণমূল উপপ্রধানের দুর্নীতির অভিযোগে পড়ল পোস্টার

সংবাদদাতা, বাঁকুড়া :- জঙ্গল মহলের তিন জেলা সফরে বেরিয়ে বৃহস্পতিবারই বাঁকুড়ায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারই মধ্যে এদিন বাঁকুড়ার তালডাংরা ব্লকের আমডাংরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে একশো দিনের দুর্নিতীর অভিযোগে পোষ্টার পড়ল সাবড়াকোন বাজার এলাকায়। পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি সাধারণ মানুষদের একশো দিনের কাজে না দিয়ে নিজের ছেলে মেয়ে ও স্ত্রীকে দিন কাজ পাইয়ে দিয়েছেন। বিষয়টি নিয়ে উঠে এসেছে দলের অন্দরের কোন্দলের ছবিটাও।

যদিও আমডাংরা পঞ্চায়েত উপপ্রধান অভিজিৎ পাঞ্জা তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন আমডাংরা অঞ্চল তৃণমূল সভাপতি প্রদীপ প্রতিহার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ওই পোস্টার দিয়ে তাঁর ভাবমূর্তি নষ্টের চেষ্টা করেছ। তিনি দাবি করেন, কাজ করার অধিকার সবার আছে। লকডাউন সময়কালে তাঁর ছেলে ও স্ত্রীও কাজ করেছে। এখানে দুর্নিতীর কিছু নেই। অন্যদিকে আমডাংরা অঞ্চল তৃণমূল সভাপতি প্রদীপ প্রতিহার বলেন, দল তাঁকে বিশ্বাস করে উপপ্রধান করেছে। সে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং মানুষের সঙ্গে প্রতারণা করেছে। সে গরীব মানুষকে কাজ না দিয়ে নিজের স্ত্রীর নামে, ছেলের নামে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে। এই ঘটনা যদি সত্যি প্রমাণ হয়, তাহলে দল ছেড়ে কথা বলবে না। আইন আইনের পথে চলবে।

অন্যদিকে বিজেপির দাবি উপপ্রধানের ছেলে পড়াশোনা সূত্রে জেলার বাইরে থাকে। উপপ্রধানের ছেলে ও স্ত্রী কোনও কাজ করেননি। শুধু ক্ষমতা বলে তাঁদের নাম ব্যবহার করে একশো দিনের টাকা তোলা হয়েছে। ঘটনার তদন্তেরও দাবি জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments