eaibanglai
Homeএই বাংলায়দর্শকদের হাততালি ও উন্মাদনায় ভাসল লাল মাটির দেশের প্রথম মহিলা ফুটবল লীগ

দর্শকদের হাততালি ও উন্মাদনায় ভাসল লাল মাটির দেশের প্রথম মহিলা ফুটবল লীগ

সংবাদদাতা, বাঁকুড়াঃ– বাঁকুড়া জেলার প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়ী হল খাতরা স্পোর্টস অ্যাকাডেমি। বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলার বারোটি মহিলা ফুটবল টিম নিয়ে গত ১২ই আগস্ট ‘স্বর্গীয় ডাক্তার বিজয় চন্দ্র মাঝি চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি’ মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতার শুরু হয়। সোমবার বাঁকুড়া স্টেডিয়ামে সেই লীগ ফুটবল প্রতিযোগিতার ছিল ফাইনাল ম্যাচ।

খেলার মূল পর্যায়ের মুখোমুখি হয় খাতড়া স্পোর্টস অ্যাকাডেমি ও গোবিন্দধাম স্পোর্টস যোগা। নির্ধারিত সময়ে খেলা শেষ হয়। তবে, খেলার প্রথমার্ধে দু- দুটি গোল করে দলকে এগিয়ে রাখে খাতড়া স্পোর্টস অ্যাকাডেমি। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের খেলায় আবারো একটি গোল করে খেলা শেষে ৩-০ গোলে জয়ী হয় খাতরা স্পোর্টস অ্যাকাডেমি।

এদিন মহিলা লীগের এই খেলা দেখতে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। গ্যালারি ভর্তি দর্শকদের হাততালি উৎসাহ যোগায় খেলোয়াড়দের। এদিন মহিলা ফুটবল লিগে চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলা শাসক কে রাধিকা আইআর, বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি, বাঁকুড়া জেলার সভাধিপতি অনুসূয়া রায়, প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments