eaibanglai
Homeএই বাংলায়তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে বাঁধ বোজানোর অভিযোগ

তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে বাঁধ বোজানোর অভিযোগ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠি দেখিয়ে বিশাল জলাশয় ভরাটের অভিযোগ উঠলো বাঁকুড়ার জয়পুরে। অভিযোগ মালিক,মাটি মাফিয়া ও তৃণমূলের যোগসাজসে চলছে ওই পুকুর ভরাট।

জয়পুর ব্লক অফিস থেকে প্রায় দেড় কিলোমিটার দূরত্বে ও প্রশাসনিক আধিকারিকদের নাকের ডগায় শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের কাটুল গ্রামের লাপুড় পাড়ার প্রায় পাঁচ বিঘা আয়তনের ‘নন্দী বাঁধ’ নামক একটি জলাশয় বোজানোর চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বাপ ঠাকুর্দার আমল থেকে তারা ওই জলাশয়ের জল স্নান সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করে আসছেন। এমনকি জঙ্গল লাগোয়া ওই বাঁধে মাঝে মধ্যে বণ্যপ্রাণীরাও জল খেতে আসে। এই অবস্থায় ওই বাঁধ বোজানো হলে এলাকার একটা বড় অংশের মানুষ তো বটেই বন্য প্রাণীরাও জলকষ্টের মধ্যে পড়বে।

অন্যদিকে ওই জলাশয়টি বোজানো নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজাও। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ এই জলাশয় বোজানোয় তৃণমূলের হাত রয়েছে। স্থানীয় বিজেপি নেতা নবকুমার চক্রবর্তীর দাবি, স্থানীয় তৃণমূল নেতৃত্ব-পুলিশ ও প্রশাসন সব এক সঙ্গে হয়ে ওই জলাশয়টি বুজিয়ে জমি বিক্রির চক্রান্ত করছে। যদিও জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে দল ওই ঘটনার সমর্থণ করেনা। যদি কেউ অন্যায়ভাবে ওই কাজ করে থাকে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিকে জয়পুরের বি.এল.আর.ও গুণধর মণ্ডল বলেন, পুকুর ভরাট আইনত অপরাধ। বিষয়টি নজরে আসার পর কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় আর.আই-কে দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments