eaibanglai
Homeএই বাংলায়আগামী মার্চের মধ্যে সাধারণের জন্য খুলে যাবে সতীঘাট সেতু

আগামী মার্চের মধ্যে সাধারণের জন্য খুলে যাবে সতীঘাট সেতু

সংবাদদাতা,বাঁকুড়াঃ– অবশেষে প্রতিক্ষার অবসান। মাস কয়েক বাদেই জন সাধারণের জন্য খুলে যাচ্ছে বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীর উপর সতীঘাট সেতু। শনিবার সকালে নির্মীয়মান সেতুর কাজ পরিদর্শণ শেষে এমনটাই জানালেন বাঁকুড়া সদর মহকুমাশাসক সুশান্ত কুমার ভক্ত। মহকুমাশাসকের সঙ্গে এদিন নির্মীয়মান সেতু পরিদর্শন করেন বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলকা সেন মজুমদার ও পূর্ত দপ্তরের আধিকারিকরা।

পরিদর্শন দেশে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমাশাসক বলেন,জানুয়ারীতেই মূল সেতু তৈরির কাজ শেষ হলেও সংযোগকারী রাস্তা তৈরির কাজ বাকি। তবে আগামী মার্চ মাসের মধ্যেই সেতু খুলে দেওয়া হবে ।

প্রসঙ্গত ২০১৮ সালে বন্যার তোড়ে বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীর সতীঘাটের ফুট ব্রীজটি জলের তোড়ে ভেসে যায়। পরে পূর্ত দপ্তরের তরফে ওই জায়গায় নতুন সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয়।

অন্যদিকে এই সেতু সমস্যার কারণে বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরীর পারের বিকনা, পুরন্দরপুর, মানকানালী গ্রাম পঞ্চায়েত এলাকার অসংখ্য মানুষকে মাত্র ক’মিনিটের রাস্তা প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে বাঁকুড়া শহরে পৌঁছতে হয়। এমনকি নদীর ওপারে বিশ্ববিদ্যালয় ছাড়াও বেশ কয়েকটি নামী বেসরকারি স্কুল রয়েছে। ফলে সেখানকার অসংখ্য ছাত্র ছাত্রীকেও ঘুরপথে ঐসব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে হতো। সেতু খুলে দেওয়া হলে সেই সমস্যার সমাধান হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments