নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ফের ট্যারেনটুলা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো এলাকায়। ঘটনা বাঁকুড়ার সোনামুখী থানার রাধামোহনপুর অঞ্চলের উত্তর নিত্যানন্দপুর গ্রামের। স্থানীয় সুত্রে জানা গেছে, উত্তর নিত্যানন্দপুর গ্রামের অবিনাশ বিশ্বাসের বাড়ি থেকে ট্যারেন্টুলা মাকড়শাটি পাওয়া যায়। ঘটনার পর থেকেই রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে গ্রামে। এর আগেও বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ট্যারেন্টুলা পাওয়া গিয়েছে। বিষাক্ত ট্যারেন্টুলার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এদিন সোনামুখী ফরেস্টে খবর দেওয়া হলে তারা ট্যারেন্টুলাটি উদ্ধার করে নিয়ে যান। অন্যদিকে সোমবার এই খবর ছড়িয়ে পড়তেই ট্যারেন্টুলা দেখতে অবিনাশ বিশ্বাসের বাড়িতে গ্রামের মানুষজন ভিড় জমাতে থাকেন। অবিনাশ বিশ্বাস বলেন, শোভার ঘড়ে দড়জার সাথে লেগে ছিল। এই ধরনের মাকড়সা তারা আগে কখনও না দেখায় ভয় পেয়ে যান তারা। সোনামুখী ফরেস্টের বিট অফিসার প্রদীপ কুমার মিশ্র বলেন, প্রাথমিক ভাবে ট্যারেন্টুলা জাতীয় মনে হলেও বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেই সঠিক ভাবে বলা যাবে।
ট্যারেন্টুলা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক বাঁকুড়া জেলায়
RELATED ARTICLES