eaibanglai
Homeএই বাংলায়মশাল হাতে অভিনব ম্যারাথন দৌড়

মশাল হাতে অভিনব ম্যারাথন দৌড়

সংবাদদাতা,বাঁকুড়াঃ- নানান অনুষ্ঠানের মাধ্যমে দেশ জুড়ে চলছে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন। অন্যদিকে ৭৫ তম স্বাধীনতা দিবসকে স্বাগতম জানাতে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিষ্ণুপুরে আয়োজন করা হয়েছিল এক অভিনব ম্যারাথন দৌড়ের। যাতে অংশগ্রহণ করেন স্বয়ং বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি। বিষ্ণুপুর বিএসএসএ স্টেডিয়াম থেকে শুরু হয়ে বিষ্ণুপুর শহর পরিক্রমা করে বিষ্ণুপুর থানায় গিয়ে শেষ করা হয় এই ম্যারাথন দৌড়টি। মশাল হাতে অভিনব এই ম্যারাথনে পুলিশ সুপার ছাড়াও অংশগ্রহণ করেছিলেন বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীন গণেশ বিশ্বাস, বিষ্ণুপুর মহকুমা আদালতের বিচারক আতাউর রহমান, বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্ত, বিষ্ণুপুরের এসডিপিও কুতুবুদ্দিন খান, বিষ্ণুপুর জেল সুপার পুলক মণ্ডল, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, বিষ্ণুপুরের চেয়ারম্যান গৌতম গোস্বামী এবং একাধিক বিষ্ণুপুর পৌরসভার কাউন্সিলর এবং জেলা পুলিশের অন্যান্য পুলিশ কর্মীসহ মোট ৭৫ জন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments