নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ অবশেষে রাজ্যে বর্ষা ঢুকে যাওয়ায় তীব্র গরম থেকে বাকুড়াবাসী যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তা বলাইবাহুল্য। কিন্তু বাঁকুড়াবাসির শিরেসংক্রান্তি তথা দলমার তান্ডব থেকে রেহাই নেই বাঁকুড়াবাসীর। এবার আবারও একসঙ্গে তিনটি হাতির তান্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হল একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ঘটনা বাঁকুড়া রেঞ্জের বেলবনী বিটের গোবর্ধনপুর গ্রামে। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে তিনটি হাতি। গ্রামে ঢুকে সটান গ্রামের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হামলা চালায় তিন গজরাজ। এরপর ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজা ভেঙে মিড ডে মিলের জন্য মজুত করে রাখা চাল খেয়ে নষ্ট করে। শুধু তাই নয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নার সমস্ত জিনিস ভেঙে তছনছ করে দেয়। গ্রামবাসীদের বক্তব্য, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হামলার পর তিনটি দাঁতাল গ্রামবাসীদের বাড়িতেও হামলা করার চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা হাতির অস্তিত্ব টের পেয়ে একজোট হয়ে বাইতে বেরিয়ে এলে বিপদ বুঝ ফের জঙ্গলে গা ঢাকা দেয় ওই তিনটি দাঁতাল। জানা গেছে, এলাকায় বেশ কয়েকটি আবাসিক হাতি রয়েছে, মাঝেমাঝেই খাবারের লোভে জঙ্গল ছেড়ে এলাকায় ঢুকে পড়ে হাতিগুলি। ঘটনায় প্রশাসন তথা বনদফতরের উদাসীনতাকেই দায়ী করছেন এলাকার বাসিন্দারা। তাদের আতঙ্ক ফের যেকোনো মুহূর্তে লোকালয়ে হামলা চালাতে পারে দাঁতালের দল।
লোকালয়ে ঢুকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল খেল দলমার দল
RELATED ARTICLES