eaibanglai
Homeএই বাংলায়দুর্নীতিমুক্ত ভারত গড়তে দুর্গাপুরে সচেতনতা সভা

দুর্নীতিমুক্ত ভারত গড়তে দুর্গাপুরে সচেতনতা সভা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্নীতিমুক্ত ভারত গড়তে দেশ তথা গ্রামের সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্র। সেই কর্মসূচির অঙ্গ হিসবে মঙ্গলবার দুর্গাপুরের পারুলিয়ায় এক ‘সতর্কতা ও সচেতনতা’ সভার আয়োজন করেছিল পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন পাওয়ার গ্রিড কর্তৃপক্ষের তরফে জেনারেল ম্যানেজার মধুসূদন দত্ত, এ.কে চট্টোপাধ্যায়, নিরঞ্জন রেহেরা, কৃতি পাল সহ এলাকার বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানের শুরুতেই দুর্নীতিমুক্ত ভারত গড়ার বার্তা দিয়ে শপথ বাক্য পাঠ করানো হয় । জীবনের প্রত্যেক ক্ষেত্রে নৈতিক দৃঢ়তা বজায় রাখা,নিয়ম-শৃঙ্খলা মেনে চলার এছাড়া কখনোই ঘুষ না দেওয়া ও না নেওয়া, জনস্বার্থে কাজ করা, দুর্নীতির যেকোনো ঘটনা ঘটলে যথা সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো প্রভৃতি শপথ নেওয়া হয় এদিনের সভা থেকে।

প্রসঙ্গত দুর্নীতিমুক্ত দেশগুলির ধারেকাছেও নেই ভারত। চলতি বছরে জানুয়ারি মাসে প্রকাশিত বিশ্ব দুর্নীতি সূচক ১৮০টি দেশের তালিকায় ভারতের স্থান ৮৫। বার্লিন-ভিত্তিক এক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই রিপোর্ট প্রকাশিত করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments