eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে ’সঙ্গীত ও সঙ্গত একাডেমী’র বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

দুর্গাপুরে ’সঙ্গীত ও সঙ্গত একাডেমী’র বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষ্যে মনোজ্ঞ অনুষ্ঠান নিবেদিত হল ‘সঙ্গীত ও সঙ্গত একাডেমী’র উদ্যোগে ৯ ডিসেম্বর সন্ধ্যায় দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। সংস্থার শিক্ষার্থীদের সঙ্গীত, নৃত্য, যন্ত্রসঙ্গীত,আবৃত্তি ইত্যাদির অনুষ্ঠান শ্রোতাদের আনন্দ দেয়। সাঁই নৃত্যাঙ্গন, গানভাসি, উড়ান, সুরঙ্গম, আরবিকা,সুরদরিয়া, নান্দনিক বচন ইত্যাদি আমন্ত্রিত সংস্থাগুলির অনুষ্ঠান ও প্রশংসনীয় হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল রবীন্দ্রসঙ্গীত সংকলিত ‘যুগল সম্মেলনে’ নৃত্যনাট্য। আয়োজকদের পক্ষ থেকে বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী বিমল মিত্র এবং রবীন্দ্র সঙ্গীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সম্মানিত করা হয় যন্ত্রসঙ্গীত শিল্পী উদয়শঙ্কর বিশ্বাস ও নৃত্যশিল্পী সর্বানী বসুকেও। অমিত ভট্টাচার্য্য ও সুস্মিতা সেনগুপ্তর সঞ্চালনা বিশেষ উল্লেখযোগ্য হয়। সমগ্র অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন পাপিয়া চট্টোপাধ্যায় ও দেবাশীষ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্ত্তী, দুর্গাপুর পুরসভার প্রসাশনিক বোর্ড সদস্য রাখী তেওয়ারি প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments