eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে দিনেদুপুরে লক্ষাধিক টাকা ছিনতাই

দুর্গাপুরে দিনেদুপুরে লক্ষাধিক টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে দিনেদুপুরে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে। বিষয়টি জানাজানি হতেই শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগ।

জানা গেছে প্রতিদিনের মতোই এদিন সকাল সাড়ে দশটা নাগাদ সিটিসেন্টারে স্থিত একটি ব্যাঙ্কের শাখায় টাকা তুলতে গিয়েছিলেন মামড়া বাজারের এক প্রখ্যাত মুদিখানা দোকানের কর্মী সূর্যকান্ত লোহার। সকাল সাড়ে এগারো টা নাগাদ ব্যঙ্ক থেকে বেরিয়ে মামড়া বাজারে ফেরার পথে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সূর্যকান্তবাবু জানান, এদিন তিনি ব্যাঙ্ক থেকে এক লক্ষ টাকা তুলে একটি ছোট সাইড ব্যাগে ভরে সেটি বুকের সামনে আড়াআড়িভাবে ঝুলিয়ে রেখেছিলেন। নিজের স্কুটিতে করে মামড়া বাজারে ফিরছিলেন। তিনি একাই ছিলেন সঙ্গে কেউ ছিল না। ডক্টরস কলোনি হয়ে ফেরার পথে হঠাৎ একটি বাইকে করে দুই ব্যক্তি তার গা ঘেষে চলে আসে ও তার ব্যাগ ধরে টান দেয়। সেই টানের জেরে সূর্যকান্তবাবুর হেলমেট মাথা থেকে ছিটকে পড়ে যায়, তবে ব্যাগটি ছেঁড়েনি। এরপর ফের টান দিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে চতুরঙ্গ হয়ে পালায় দুষ্কৃতীরা। তবে দুই দষ্কৃতীই হেলমেট পড়ে থাকায় কারো মুখ দেখতে পাননি তিন।

এরপরই স্থানীয় সিটি সেন্টার ফাঁড়িতে অভিযোগ জানান সূর্যকান্তবাবু। সেই অভিযোগের ভিত্তিতে তৎপরতা শুরু করে পুলিশ। দুর্গাপুর থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্তারা সিটি সেন্টার জুড়ে তল্লাশি শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। যদিও এদিন দুষ্কৃতীদের খোঁজ পাওয়া যায়নি।

অন্যদিকে দিনে দপুরে শহরের প্রাণকেন্দ্র তথা ব্যস্ততম এলাকায় ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে শহরবাসীর মধ্যে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments