নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় এবার প্রতিবাদে সামিল হল দুর্গাপুরের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি (NIT) কলেজের পড়ুয়া থেকে শুরু করে কলেজের গবেষকরা। মঙ্গলবার সকাল থেকে কলেজের গেটের সামনে ব্যানার ও পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। তাদের বক্তব্য, রাজ্য সরকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শুণ্যপদে অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণের সিদ্ধান্ত নিয়েছে। আর এই কারনেই পড়ুয়া ও গবেষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, UGC-র নিয়ম হল অধ্যাপকদের স্থায়ীকরণের ক্ষেত্রে SET, NET, M.PHIL, P.hd ইত্যাদি যোগ্যতা থাকা আবশ্যক। কিন্তু বর্তমানে রাজ্য সরকার এই নিয়মের তোয়াক্কা না করেই যেসমস্ত অতিথি অধ্যাপক এম.এ বা এম এস সি পাশ করে অধ্যাপনা করছেন তাঁদের স্থায়ীকরনের সিদ্ধান্ত নিচ্ছে। ছাত্র ও গবেষকদের আশঙ্কা, এই নিয়ম চালু হলে যেমন UGC-র নিয়ম লঙ্ঘন হবে তেমনি অচিরেই যোগ্যতা থাকা সত্বেও পড়ুয়াদের নিয়োগের হার কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা। বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, ইউজিসির নিয়মকে তোয়াক্কা না করেই রাজ্য সরকার কম যোগ্যতাসম্পন্নদের শুন্যপদে নিয়োগ করার পথে হাঁটছে। ফলে আগামীদিনে বেশী যোগ্যতাসম্পন্নরা প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হবে। তাই রাজ্য সরকারের এহেন নীতির বিরোধিতায় তারা একজোট হয়ে বিক্ষোভে সামিল হয়েছেন।
সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে দুর্গাপুর NIT কলেজে ছাত্র ও গবেষকদের বিক্ষোভ
RELATED ARTICLES