eaibanglai
Homeএই বাংলায়প্রকৃতির রঙের সেজে উঠেছে দুর্গাপুরের পিসিবিএল কলোনি

প্রকৃতির রঙের সেজে উঠেছে দুর্গাপুরের পিসিবিএল কলোনি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রতিবছরের মতো এবারও দুর্গাপুরের বিধান নগরের ফিলিপস কার্বন ব্ল্যাক লিমিটেড (পিসিবিএল) সংস্থার কর্মী আবাসনে শুরু হয়েছে শীতকালীন পুষ্প ও সবজি নিয়ে প্রতিযোগীতা ও প্রদর্শনী – ফ্লাওয়ার অ্যান্ড ভেজিটেবল কার্নিভ্যাল। আর প্রকৃতির রঙের সেজে উঠেছে পিসিবিএল কলোনি। এবছর ২৭ তম বর্ষে পা দিল পিসিবিএল কলোনির এই প্রদর্শনী। এদিন এই প্রদর্শনী দেখতে ও প্রতিযোগীতার বিচার করতে কলোনিতে হাজির হয়েছিলেন কারখানার আধিকারিক সহ শহরের বিশিষ্টজনেরা।

এবারারে প্রতিযোগীতায় অংশগ্রহন করেছে কলোনির ৪৬ টি পরিবার। মূলত পিবিএল-এ কর্মরত আধিকারিকদের স্ত্রী তথা কলোনির গৃহিণীরাই উদ্যোগ নিয়ে এই পুষ্প প্রদর্শনী ব্যবস্থা করেন। পুজোর পর থেকেই শুরু হয়ে যায় প্রদর্শনী ও প্রতিযোগীতার প্রস্তুতি। টানা প্রায় চার মাস ধরে চলে বাগান সাজানোর কাজ। গৃহবধূদের অক্লান্ত পরিশ্রমে কলোনির আসাবনের বাগানগুলি সেজে ওঠে রঙবেরঙের ফুল ও সবজিতে। কলোনির আবাসিক মহিলারা জানালেন দিনে প্রায় সাত থেকে আট ঘণ্টা প্রতিদিন দিতে হয় বাগানের জন্য।

কারখানার আধিকারিকরা জানান কর্মী পরিবারগুলির মধ্যে সবুজায়নের প্রতি আগ্রহ বাড়াতে সর্বোপরি সাধারণের প্রতি পরিবেশ ও সবুজায়ন নিয়ে বার্তা দিতেই প্রতিবছর এই প্রদর্শনী তথা প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং বিজীয়দের নগদ টাকা ও সার্টিফিকেট ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments