eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের ছোট্ট রুদ্রাক্সের জন্মদিন পরিণত হল আনন্দ উৎসবে

দুর্গাপুরের ছোট্ট রুদ্রাক্সের জন্মদিন পরিণত হল আনন্দ উৎসবে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সবারই জন্ম দিন থাকে। যেই দিন বা তারিখে সে জন্মগ্রহণ করেছে। সেই দিনটিই মূলত পালিত হয় জন্ম দিন হিসেবে। কিন্তু দুর্গাপুরের অঙ্গদপুরের বাসিন্দা চার বছরের ছোট্ট রুদ্রাক্সের জন্মদিন পালিত হয় প্রতিবছর শিবরাত্রির দিন। কারণ বছর চারেক আগে এই মহাশিব রাত্রিপ পুণ্য দিনেই অঙ্গদপুরের সেন পরিবারে জন্ম গ্রহণ করেছিল সে। তার পর থেকে প্রতিবছর ধুমধাম করে রুদ্রাক্সের জন্মদিন পালন করে সেন পরিবার। তবে পশ্চিমী ধারায় বার্থ-ডে পার্টি করে, হইহুল্লোড়, নাচ গান খাওয়া দাওয়া করে নয়। প্রতি বছর সেন পরিবার এই দিনটি পালন করে নানা জনহিতৈষী সামাজিক কাজের মধ্যে দিয়ে। বিগত তিন বছর ধরে রুদ্রাক্সের জন্মদিন উপলক্ষ্যে জনসমাগমে রীতিমতো উৎসবের চেহারা নেয় অঙ্গদপুর হরি মন্দির চত্বর। যেখানে অনুষ্ঠিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির। আর ছোট বাচ্চাদের জন্য থাকে পড়াশোনার সামগ্রী উপহার।

এবারও তার ব্যতিক্রম হয়নি। হরি মন্দির চত্বরে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য শিবির ( চোখ কান গলা সুগার ও দাঁতের পরীক্ষা )। যেখানে ১৮৩ জন দুঃস্থ মানুষ নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। ৫৩ জন চক্ষু পরীক্ষা করান। তাঁদের মধ্যে ৭ জনকে শনাক্ত করে তাঁদের চোখের ছানি অপারেশনের সমস্ত দায়ভার তুলে নেয় সেন পরিবার। অন্যদিকে রক্তদান শিবিরে এদিন ১৯ জন মহিলা সহ মোট ৬৫ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তদান করেন রুদ্রাক্সের বাবা সত্যব্রত সেন। এদিনের শিবিরে ৮৩ তম বার রক্তদান করেন দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সহ-সভাপতি পার্থপ্রতিম গুপ্ত। এদিনের অনুষ্ঠানটিকে সফল করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল। রক্ত সংগ্রহ করার দায়িত্ব নিয়েছিল আসানসোল জেলা হসপিটাল ব্লাড সেন্টার। চক্ষু পরীক্ষা শিবিরের জন্য ব্লাইন্ড রিলিফ সোসাইটির তরফ থেকে স্বেচ্ছাসেবকরা উপস্থিত হয়েছিলেন। ডায়াবেটিক ফাউন্ডেশনের তরফে সুগার পরীক্ষা করা হয়। এই ক্যাম্পে সার্বিক ভাবে সাহায্য করে রোটারি ক্লাব অফ দুর্গাপুর।

এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দুর্গাপুরের স্বনামধন্য ব্যক্তিরা। উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, সমাজসেবী রমা হালদার, সমাজসেবী চন্দন দত্ত, শ্যাম ফেরো ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার ভি ভি রাও , পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বুদ্ধদেব সাহা, হিমোফিলিয়া সোসাইটি দুর্গাপুর চ্যাপ্টারের সম্পাদক অজয় রায়, দুর্গাপুরের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মুকুট ক্রান্তি নাহা, সমাজসেবক সূর্য কেশ, আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টারের ভারপ্রাপ্ত এমওয়াইসি ডাক্তার শাশ্বতী সেনগুপ্ত, দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস, পার্থ সারথি দাশগুপ্ত, ডাক্তার এস এস যাদব, ধনঞ্জয় মান, ডিভিডিসির সহ-সভাপতি পার্থ প্রতিম গুপ্ত, ডিভিডিসির যুগ্ম সম্পাদক মধুমিতা মান, সাধন চন্দ্র দাস, কার্যকরী সদস্য তাপস মাজি, সদস্য তরুণ ভট্টাচার্য, তরুণ দত্ত সহ অনেকেই।

অনিন্দিতা মুখোপাধ্যায় ছোট্ট রুদ্রাক্ষকে গানের মধ্য দিয়ে আশীর্বাদ করেন। দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের পক্ষ থেকে ছোট্ট রুদ্রাক্সকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিনের রক্তদাতাদের কৃতজ্ঞতা জানানো হয়। সেন পরিবারের পক্ষ থেকে বাপি সেন এবং বাপ্পা সেন উপস্থিত অতিথিবর্গ এবং সমস্ত সংগঠনকে ধন্যবাদ জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments