eaibanglai
Homeএই বাংলায়দীপাবলির চমক জলে জ্বলা বাতি, বিকোচ্ছে দুর্গাপুরের বাজারগুলিতে

দীপাবলির চমক জলে জ্বলা বাতি, বিকোচ্ছে দুর্গাপুরের বাজারগুলিতে

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দীপাবলি মানেই আলোর উৎসব। সে মাটির প্রদীপই হোক অথবা বৈদ্যুতিক বাহারি আলো। একটা সময় ছিল কার্তিক মাসে ঘরে ঘরে সাঁঝবাতি দেওয়ার রেওয়াজ ছিল। তবে বাঙালির দীপাবলির মানে ছিল কালীপুজোর রাতে মোমবাতি বা মাটির প্রদীপের আলোয় ঘরের চৌকাঠ আর বারান্দা ভরানো। ক্রমে সেই ধারণা বদলে এল টুনি আলো। বাড়ির ছাদ থেকে বারান্দা, টুনির লাল, নীল, সবুজ, হলুদ আলোয় সেজে ওঠলো। পরবর্তী সময়ে টুনির হাত ধরেই ক্রমশ বাজারে এল চিনা আলো। অভিনত্বের দাপটে চিনা আলো দখল করল দীপাবলির বাজার। প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত গড়ে তোলার ডাক দিলেও এখনও সেই ধারাই অব্যাহত। দিপাবলীতে বাজার ছেয়ে যায় নতুন নতুন রংবাহারি চিনা আলোয়। এবছর তাতে নতুন সংযোজন ‘জলে জ্বলা বাতি’। শুনতে অবিশ্বাস্য লাগলেও জলে জ্বলছে রংবেরঙের নানা ডিজাইনের বৈদ্যুতিক বাতি।

কালীপুজোর আগে দুর্গাপুর শহরের বাজারগুলি ভরে গিয়েছে এই অভিনব বাতির সম্ভারে । বেনাচিতি সহ বিভিন্ন বাজারে দেখা মিলছে এই বাতির। দামও সাধ্যের মধ্যেই। কোথাও ৪০ আবার কোথায় ৬০ টাকা পিস হিসেবে বিকোচ্ছে এই বাতি। শহরবাসীও খুঁজে বেড়াচ্ছেন আলোর দোকানগুলিতে, কোন দোকানে এই ধরনের বাতি পাওয়া যাচ্ছে। এবার দীপাবলীতে শিল্পাঞ্চলের বাড়িঘর সেজে উঠবে এই ‘জলে জ্বলা বাতি’তে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments