eaibanglai
Homeএই বাংলায়বিগ ব্যাশ ২০২৪ ক্রিকেট টুর্নামেন্টের উদ্দীপনায় ভাসছে শিল্পাঞ্চল

বিগ ব্যাশ ২০২৪ ক্রিকেট টুর্নামেন্টের উদ্দীপনায় ভাসছে শিল্পাঞ্চল

মনোজ সিংহ, দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলের অন্যতম সবথেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট আবার এবছর জন্য আয়োজন করা হয়েছে শিল্পাঞ্চলে। গত বছরের তুলনায় এবছর এই বিগ ব্যাশ ২০২৪ এর পরিকাঠামো আরো বড় ও উন্নত করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই মাসের ২৯ শে মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত দুর্গাপুর শিল্পাঞ্চলের ঐতিহ্যবাহী ইস্পাত কর্তৃপক্ষের নির্মিত নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। দুর্গাপুর ক্লাব সমন্বয় নামক একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে গত বছরের মতো এবছরও অনুষ্ঠিত হতে চলেছে এই ক্রিকেট টুর্নামেন্টটি। প্রায় এক কোটি টাকারও বেশি বাজেট রয়েছে এই ক্রিকেট চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে। কিছুদিন আগেই গত ২০ শে মার্চ বিগ ব্যাশ ২০২৪ এর চ্যাম্পিয়নশিপ ট্রফির উন্মোচন করেছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কীর্তি আজাদ, সঙ্গে ছিলেন রাজ্যের অন্যতম মন্ত্রী প্রদীপ মজুমদার সহ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

গত ২০ শে মার্চ দুর্গাপুর ইস্পাত নগরীর নেহরু স্টেডিয়ামে এই চ্যাম্পিয়নশিপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ স্মৃতিচারণ করেন এই মাঠে তার বিগত দিনের অভিজ্ঞতা কথা। দুর্গাপুর শিল্পাঞ্চলের যুব সমাজকে মাঠ মুখী করার জন্যই এহেন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বলে তিনি জানিয়েছিলেন। তিনি নিজে একজন বিখ্যাত ক্রিকেটার হওয়ার সুবাদে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্পাঞ্চলের যুব সমাজকে তাদের পাশে থাকার বার্তা দিয়ে গিয়েছিলেন ।

গতকাল দুর্গাপুর শিল্পাঞ্চলের একটি বেসরকারি হোটেলে এক সাংবাদিক সম্মেলন করে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোক্তারা ক্রিকেট টুর্নামেন্টের সম্বন্ধে বিস্তারিত তথ্য দেন সাংবাদিকদের। এদিনের এই সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয় আগামী ২৯ শে মার্চ স্বনামধন্য গায়িকা ঊষা উত্থুপ এর উপস্থিতিতে এক বর্ণাঢ্য সংগীতা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতে চলেছে বিগ ব্যাশ ২০২৪। প্রায় ১৬ টির ও বেশি ক্রিকেট টিম এই খেলায় অংশগ্রহণ করবে।

এদিকে দ্বিতীয় বর্ষের এই ক্রিকেট টুর্নামেন্ট কে ঘিরে বিতর্কের ঝড় তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। শিল্পাঞ্চলের সিপিআইএম নেতৃত্বের অভিযোগ নির্বাচন বিধি ভেঙ্গে নাকি এই খেলার ট্রফি উন্মোচন করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ। পুরো ক্রিকেট খেলার খরচটি যাতে তার নির্বাচনী প্রচারের সাথে যোগ করা হয় সেই দাবি তুলে স্থানীয় সিপিআইএম নেতৃত্ব ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। যদিও বিশিষ্ট ক্রীড়াবিদ ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ এইসব অভিযোগ কে আমল দিতে রাজি নন। তার সোজাসাপ্টা জবাব নিশ্চিত হার জেনে সিপিআইএম নেতৃত্ব তার বিরুদ্ধে এহেন কুৎসা প্রচার করছে।

এরই মধ্যে হঠাৎ একদিন প্রার্থ ভ্রমণে বেরিয়ে প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এই খেলার খরচ ও আয়োজন যে একটি বড় ঘটালা আছে তা নিয়ে অভিযোগ তুলেছিলেন। তিনি সাথে সাথে এও আশঙ্কা প্রকাশ করেছিলেন এবার হয়তো কেন্দ্রীয় এজেন্সি ইডি, সিবিআই এর নজরে এই বিগ ব্যাশ ২০২৪ ক্রিকেট চ্যাম্পিয়নশিপটি আসতে চলেছে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিগ ব্যাস উদ্যোক্তাদের মধ্যে কিছুটা হলও ধীরে চলো নীতি লক্ষ্য করা গিয়েছে।

গত কালকের সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তাদেরকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন শুধুমাত্র যুবসমাজকে ক্রিকেট ও অন্যান্য খেলার জন্য উদ্বুদ্ধ করার লক্ষ্যে তারা এই খেলা আয়োজন করেন। এই খেলার সাথে দুর্নীতির কোন যোগ নেই। এই খেলা সমস্ত আইন মেনেই করা হচ্ছে এবং এর খরচ খরচাও নিয়মিত অডিট করা হয়। স্বভাবতই কে কে কি বলল তা নিয়ে তাদের খুব একটা মাথাব্যথা নেই বলে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন ক্লাব কর্তারা।

সত্যিই কি কিছু লুকানোর নেই?

সিপিআইএম এর একটি সূত্র মারফত অভিযোগ করা হয়েছে প্রায় এক কোটি টাকারও বেশি খরচ করার এই বিগ ব্যাশ চ্যাম্পিয়নশিপ এর টাকা কোথা থেকে আসছে? কে বা দিচ্ছে? যারা এই ক্লাবের কর্মকর্তা রূপে সাংবাদিক সম্মেলনে বসছেন তারা কি কোনদিন কোন ক্লাবের সঙ্গে জড়িত ছিলেন ? হঠাৎ শিং ভেঙ্গে বাছুরের দলে ঢোকার ইচ্ছা কিসের জন্য? নতুন করে কি পাওয়ার লোভে ? সিপিআইএম একটি সূত্র মারফত অভিযোগ একশ্রেণীর দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীরা নিজেদের অনৈতিকভাবে রোজগার করা টাকাকে হোয়াইট মানিতে পরিবর্তন করতেই নাকি এই খেলার আয়োজন করা হচ্ছে প্রতিবছর।

আরেক ধাপ এগিয়ে বিজেপির একটি সূত্র মারফত অভিযোগ করা হয়েছে বাম আমলের বেশ কয়েকজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি নাকি এই ক্লাবের উদ্যোক্তা রূপে নিজেদেরকে বাজারে জাহির করছেন। তার মধ্যে অন্যতম হল সরকারি অতিথিশালা ভাড়া নিয়ে চালানো বাম নেতার জামাইয়ের বিরুদ্ধে। তাদের আরো অভিযোগ বাম নেতার ওই জামাই নাকি তৃণমূল কংগ্রেস রাজ্য দখলের আগে ইস্পাত নগরীর একটি ক্লাবের প্রায় ১২ জন বেকার যুবকের ও তাদের মা-বাবাদের কষ্ট অর্জিত সঞ্চিত টাকা লুঠ করেছে। তৎকালীন বাম নেতৃত্বকে নাকি ইলিশ, ভেটকি, বিরিয়ানি খাইয়ে দখল করেছেন ওই সরকারি অতিথিশালাটিকে। এখন আবার নাকি নতুন করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখে, একশ্রেণীর দুর্নীতিগ্রস্ত নেতাকে সঙ্গে নিয়ে আবার নাকি শুরু করেছে লুঠরে রাজত্ব। ইস্পাত নগরীর যে ক্লাবের ছেলেদের কে ওই ব্যবসায়ী প্রতারিত করেছেন তারা আজও বেকার হয়ে ঘুরে বেড়ায় শিল্পাঞ্চলের আলিতে গলিতে। তবে সেই বাম নেতার জামাই স্ত্রীকে নিয়ে অবশ্য অট্টালিকাতে বাস করছেন সিটি সেন্টারেই। বিজেপির একটি সূত্র মারফত আরো জানা গেছে ইতিমধ্যেই নাকি আয়কর, ইডি ও সিবিআই এর কাছে এই খেলা ও তার উদ্যোক্তাদের সমস্ত তথ্য তুলে দেওয়া হয়েছে। খুব শিগ্রি নাকি তদন্ত শুরু হতে চলেছে এই কয়েকজনের বিরুদ্ধে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিরোধী রাজনৈতিক দলগুলি এই বিগ ব্যাশ ২০২৪ খেলাকে কেন্দ্র করে যেসব বিতর্ক ও অভিযোগ তুলেছেন তা নিয়ে চিন্তিত নয় তৃণমূল কংগ্রেস তথা বিগ ব্যাস উদ্যোক্তারা। তৃণমূল কংগ্রেসের একটি সূত্র মারফত জানা গেছে এই খেলার সাথে তৃণমূল কংগ্রেসের কোন যোগাযোগ নেই। শুধুমাত্র ক্লাব কর্তৃপক্ষের অনুরোধে তৃণমূল কংগ্রেস প্রার্থী ও মন্ত্রী উপস্থিত ছিলেন তাদের বিজয়ী ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে। দুর্নীতির প্রশ্নে তৃণমূল কংগ্রেসের সূত্রটির পরিষ্কার জবাব কোথাও যদি কোন দুর্নীতি হয়ে থাকে তাহলে আইন আইনের মতন ব্যবস্থা নেবে, তবে রাজনৈতিক ভাবে তারা কখনোই যুব সমাজকে উদ্বুদ্ধ করার মতন কোন প্রচেষ্টাকেই অঙ্কুরে বিনাশ করতে দেবেন না। দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে এখন বিগ ব্যাশ ২০২৪ এর উদ্দীপনায় ভাসছে। শিল্পাঞ্চলের বুকে আবারো এহেন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনকে সাধুবাদ জানিয়েছে দুর্গাপুরের যুবসমাজ। এখন প্রশ্ন হল এত বিতর্ক, অভিযোগের মধ্যে খেলার মাঠে কি তার কোন প্রভাব পড়বে?

শিল্পাঞ্চলের যুবসমাজ যে এখনো বিগ ব্যাশ ২০২৪ এর সাফল্য কামনা করে তা হলফ করে বলা যায়। শিল্পাঞ্চলের একাধিক ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন দুর্গাপুরের প্রার্থী নিজের একজন ক্রীড়াবিদ, তাই দুর্গাপুরে ক্রীড়ার ভবিষ্যতের উন্নতির জন্য বিগ ব্যাশ ২০২৪ এর মতন ক্রিকেট, ফুটবল, হকি ও অন্যান্য খেলার খুব প্রয়োজন রয়েছে। শিল্পাঞ্চলের যুব সমাজের সর্বাঙ্গীণ বিকাশের জন্য খেলার মাঠ ও খেলা খুব প্রয়োজন। তাই হাজার অভিযোগ বিতর্ক ও তরজা থাকলেও এই খেলা যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় তার চেষ্টা করা উচিত শিল্পাঞ্চল বাসির বলে বিভিন্ন ক্লাব কর্তারা জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments