নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর;- গ্যাসবোঝাই ট্যাঙ্কার নিয়ন্ত্রন হারিয়ে উলটে গেলো দুর্গাপুরের ডিভিসি মোড়ের দু’নম্বর জাতীয় সড়কের উড়ালপুলে।ঘটনাস্থলে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের কর্তারা।দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আপাতত এই ট্যঙ্কারের গ্যাস যতক্ষন না বের করা হচ্ছে ততক্ষন এই গুরুত্মপুর্ন রাস্তা বন্ধ করে রাখা থাকার কথা জানায়।
দুর্গাপুর থেকে বিহারের পাটনা যাচ্ছিল একটি গ্যাসবোঝাই ট্যাঙ্কার।ডিভিসি মোড়ে দুনম্বর উড়ালপুলে এই ট্যাঙ্কারটি নিয়ন্ত্রন হারিয়ে উলটে যায়।উড়ালপুল এর রেলিং ভেঙে যায়।গ্যাস ভর্তি এই ট্যাঙ্কারে আগুন লাগলে বড়সড় বিপদ হতে পারে সেই আশঙ্কাতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই উড়ালপুল দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়।ঘটনাস্থলে প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে পরে আরো একটি ইঞ্জিন আসে।ঘটনাস্থলে আসে আই ও সি র কর্তারাও।তারা আপাতত এই গ্যাস কিভাবে খালি করা যায় তা নিয়ে আলোচনায় ব্যাস্ত।এই গাড়ি তোলার সময় উড়ালপুলের রেলিং এর ভাঙা অংশ নীচের রাস্তায় পড়তে পারে তেমন আশঙ্কার কথাও পুলিশ জানায়।গ্যাস লিক হলেও বিপত্তি ঘটতে পারে।দীর্ঘ প্রায় একঘন্টা পরেও রাস্তায় যানচলাচল বন্ধ আছে।
দুর্গাপুরের ডিভিসি মোড়ে গ্যাসবোঝাই ট্যাঙ্কার উলটে যানচলাচল বন্ধ
RELATED ARTICLES