eaibanglai
Homeএই বাংলায়"মেয়েদের টর্চার করা হয় মাইকেল মধুসূদন কলেজে" অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রের

“মেয়েদের টর্চার করা হয় মাইকেল মধুসূদন কলেজে” অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রের

সংবাদদাতা, দুর্গাপুর:– লোকসভা নির্বাচনের আবহের মধ্যেই পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরে রাজ্যের শাসক দল তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে । তার থেকে হামলা ঘটনা ঘটলো। এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন ছাত্র। শুক্রবারের এই ঘটনায় উত্তাল হলো দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ।

জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলার সহ-সভাপতি ইমরান খানের দখলেই রয়েছে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট । সেই ইউনিটের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র সংগঠন দখলে থাকা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদারের অনুগামীদের। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদারের অনুগামী হিসাবে পরিচিত তৃণমূল ছাত্র পরিষদের শেখ মইউদ্দিন অভিযোগ করে বলেন, “শুক্রবার দুপুরে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ থেকে আমরা বাড়ি ফিরছিলাম। সেই সময় জেলা তৃণমূলের সহ সভাপতি ইমরান খানের অনুগামীরা হামলা চালায় তাদের ওপর। মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়। তারই প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয় বলে তার অভিযোগ । তাদের মধ্যে বেশ কয়েকজনকে কলেজের একটি ঘরে আটকে রেখে ব্যাপক মারধর করা হয়। তারা কোনক্রমে সেখান থেকে পালিয়ে গিয়ে দুর্গাপুর থানার পুলিশকে গোটা ঘটনার কথা জানান।”

তৃণমূল ছাত্র পরিষদের শেখ মইউদ্দিন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে অভিযোগ করেন, “কলেজ ছাত্রীদেরকে নানা ভাবে টর্চার করা হয় মাইকেল মধুসূদন কলেজে। তার কাছে থাকা ভিডিও ফুটেজ তিনি যদি লিক করে দেন তাহলে শিল্পাঞ্চলের কোন বাবাই আর তাদের কন্যা সন্তানকে মাইকেল মধুসূদন কলেজে পড়তে পাঠাবেন না। এমনই নাকি নোংরামি চলছে মাইকেল মধুসূদন কলেজে।” ওই ছাত্র এও অভিযোগ করেন “এ বিষয়ে নাকি বহুবার কলেজের প্রিন্সিপাল সহ স্থানীয় থানার পুলিশকে লিখিতভাবে জানানো হলেও এখনো অব্দি তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি অভিযুক্তদের বিরুদ্ধে। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলার সহ-সভাপতি ইমরান খানের নেতৃত্বে একদল বহিরাগত দুষ্কৃতী নাকি কলেজ ছাত্রীদের সাথে নোংরামি করছে ও টর্চার করছে কলেজে।”

দেখুন সেই কলেজ ছাত্রের বক্তব্যের ভিডিও…

এহেন ভয়ংকর ঘটনার কথা জানাজানি হতেই, শিল্পাঞ্চলের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । সকল কলেজ ছাত্রীদের অভিভাবকেরই একই প্রশ্ন কি এমন হচ্ছে ওই কলেজে ছাত্রীদের সাথে ? পাড়ার মোড়ের চায়ের দোকানে চলছে জোর জল্পনা চলছে। যদিও এসব ঘটনার কোনোটাই হয়তো জনসমক্ষে আসতো না, যদি না গোষ্ঠী দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে হামলা চালানো হত।

অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলার সহ-সভাপতি ইমরান খান বলেন, “খেলা নিয়ে ঝামেলা হয়েছিলো। এর ঘটনার সঙ্গে তারা কোনভাবে জড়িত নন । এই সব বিরোধীদের চক্রান্ত।”

এদিকে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদার বলেন, “তৃণমূল ছাত্র পরিষদের তিনজন সদস্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সেই খবর পাওয়া মাত্রই আমরা হাসপাতালে পৌঁছাই। গোটা বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে।”

পুলিশ জানায়, একটা ঘটনা কলেজে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শুরু করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments