eaibanglai
Homeএই বাংলায়অক্ষয় তৃতীয়াতে তারকেশ্বরের ইসকন মন্দিরে বিশেষ পুজো ও ভক্তসম্মেলন

অক্ষয় তৃতীয়াতে তারকেশ্বরের ইসকন মন্দিরে বিশেষ পুজো ও ভক্তসম্মেলন

সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বরঃ- তারকেশ্বরের পদ্মপুকুরের কল্যাণী আবাসনে রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইসকন পরিচালিত এই মন্দিরে শুক্রবার ১০ই মে অক্ষয় তৃতীয়া উপলক্ষে সকাল থেকেই পুজো পাঠ শুরু হয়ে গিয়েছিলো। যদিও ইসকনের যে কোনো মন্দিরেই রোজ সকালে মঙ্গল আরতি থেকে রাত অবধি পুজো পাঠ,গীতা,ভাগবত পাঠ ও ভক্ত সঙ্গ চলে। তবে এই দিন ভগবান জগন্নাথ সহ বলরাম ও সুভদ্রা মহারাণীকে রাজ বেশ পরানো হয় এবং তাদেরকে ফুলের মালা ও তুলসী মালা দিয়ে সাজানো হয়,তারপর পুজো করা হয়। সন্ধ্যায় আবার অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিশেষ পুজোপাঠ এবং ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়ে ছিলো। অন্যান্য দিনের তুলনায় এই দিন মন্দিরে ভক্ত সংখ্যা অধিক পরিমাণে চোখে পড়ে আর সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র এই তিথি উপলক্ষে আগত সকল ভক্তরা ভগবানের নাম কীর্তনে বিভোর হয়ে যান ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments