eaibanglai
Homeএই বাংলায়ফের কয়লা খনিতে অবৈধভাবে কয়লা সংগ্রহ করতে গিয়ে ধস চাপা পড়ে মৃত্যুর...

ফের কয়লা খনিতে অবৈধভাবে কয়লা সংগ্রহ করতে গিয়ে ধস চাপা পড়ে মৃত্যুর ঘটনা

সংবাদদাতা,আসানসোলঃ- রানীগঞ্জের পর ঝাড়খণ্ডের নিরসা অঞ্চল। ফের কয়লা খনিতে অবৈধভাবে কয়লা সংগ্রহ করতে গিয়ে ধস চাপা পড়ে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। নিরসা অঞ্চলে ইসিএলের মুগমা এরিয়ার কাপাসারার বন্দ খনিতে অবৈধ খনন করতে গিয়ে ধস চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এমনকি আরও ৮-১০ জন ওই খনিতে আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে বিগত ৫ মাস ধরে কাপাসারা খনিতে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে।

ঘটনা সূত্রে জানা যায় প্রতিদিনের মতো সোমবার ভোরবেলাতেও প্রায় ১২-১৪ জন শ্রমিকদের একটি দল অবৈধ খননের জন‍্যে কাপাসারা আউটসোর্সিং এর বন্ধ খনিতে পৌঁছায়। যেই মুহূর্তে তারা খনন শুরু করে খনির পাশেই জলাশয়ের সমস্ত জল ওই বন্ধ খনিতে ঢুকে পড়ে এবং খনিতে ধস নামে বলে দাবি স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকেরা ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি নিরসা অঞ্চলের বিজেপি বিধায়ক অপর্ণা সেনগুপ্ত ও ঝড়খণ্ড মুক্তি মোর্চার লক্ষ্মী দেবী ঘটনার বিষয়ে খোঁজ খবর নেন।

তারা সকলেই অভিযোগ করে বলেন প্রায় দিনই এই ধরণের ঘটনা ঘটছে। ডজন ডজন লোক মারা যাচ্ছে, তারপরেও প্রশাসন এই ধরণের ঘটনা থেকে কোনো শিক্ষা লাভ করছে না। ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই স্থানীয় গ্রামীণ অঞ্চলগুলিতে মানুষ মৃত‍্যুর কোলে ঢলে পড়ছে বলেও অভিযোগ করেন তারা। খনিগুলিতে কোনো সুরক্ষা ব‍্যবস্থা বা সীমানা প্রাচীর বা কাঁটাতারের ব‍্যবস্থা না থাকায় স্থানীয় গরীব মানুষেরা নিজেদের জীবন ধারণের জন‍্যে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে খনিতে কয়লা সংগ্রহ করতে নামে বলে দাবি করেছেন স্থানীয় রাজনৈতিক নেতা-নেত্রীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments