eaibanglai
Homeএই বাংলায়মধ্যমগ্রামের শিঞ্জন কলা কেন্দ্রের যোগ দিবস পালন

মধ্যমগ্রামের শিঞ্জন কলা কেন্দ্রের যোগ দিবস পালন

সংবাদদাতা, মধ্যমগ্রামঃ- আজ ‘আন্তর্জাতিক যোগ দিবস’। সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে দিনটি। বিশ্বের মানুষের কাছে যোগের ফলে শারীরিক ও আধ্যাত্মিক উপকারিতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য, প্রতি বছর ২১ জুন দিনটি ‘আন্তর্জাতিক যোগ দিবস’ হিসাবে পালিত হয় বিশ্বজুড়ে। এবছর ৯ তম আন্তর্জাতিক যোগ দিবস। এবারের থিম ‘মানবতা’।

বিশ্ব দেশ তথা রাজ্যের বিভিন্ন সংগঠনের পাশাপাশি মধ্যমগ্রামের শিঞ্জন কলা কেন্দ্রের ছাত্রীরাও পালন করল যোগ দিবস। প্রতিবছরই শিঞ্জন কলা কেন্দ্রের ছাত্রীরা এই দিনটি যোগা পরিবেশন করে পালন করে। যোগের মাধ্যমে শরীর, মন ও আত্মার সমন্ময় সাধনের মাধ্যেমে শারীরিক- আত্মিক উন্নতির বার্তাটি সকলের কাছে পৌঁছে দিতেই এই দিনটি বিশেষভাবে পালন করে শিঞ্জন কলা কেন্দ্র।

উল্লেখ্য উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বঙ্কিমপল্লীতে অবস্থিত এই নৃত্য শিক্ষা কেন্দ্রটি জেলায় প্রাচীনতম ও পরিচিত সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান। নৃত্য শিক্ষার পাশাপাশি এই প্রতিষ্ঠানে যোগা বিষয়ক প্রশিক্ষনও দেওয়া হয়। গত ৩৬ বছর ধরে কেন্দ্রটি পরিচালনা করছেন সোমা চন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments