eaibanglai
Homeএই বাংলায়মঙ্গলকোটে অনুষ্ঠিত হতে চলেছে কুমুদ সাহিত্য মেলা

মঙ্গলকোটে অনুষ্ঠিত হতে চলেছে কুমুদ সাহিত্য মেলা

সূচনা গাঙ্গুলী,মঙ্গলকোটঃ- মাঝে মাত্র কয়েকটি দিন বাকি। তারপরই কুমুদ সাহিত্য মেলা কমিটির উদ্যোগে পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের ১৪১ তম জন্মদিন উপলক্ষ্যে আগামী ৩ রা মার্চ কবির জন্মভিটে মঙ্গলকোটের কোগ্রামের ‘মধুকর’ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণবঙ্গের অন্যতম বৃহত্তম ও জনপ্রিয় সাহিত্যচর্চার আসর ‘কুমুদ সাহিত্যমেলা’। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সমাজের বিভিন্ন স্তরের অসংখ্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এবারও গমগম করে উঠবে মেলা প্রাঙ্গন। কবির স্মৃতিচারণার সঙ্গে সঙ্গে চলবে স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্যচর্চা। জানা যাচ্ছে প্রতিবেশী বাংলাদেশ থেকে বেশ কয়েকজন কবি এবারের সাহিত্যমেলায় উপস্থিত থাকবেন।

এই সাহিত্যমেলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সমাজের প্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যক্তিদের সাথে সাথে অল্প পরিচিত সেইসব মানুষদের প্রতি সম্মান জ্ঞাপন করা হবে যারা সামান্য হলেও সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করেছেন। বিচারপতি থেকে আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, কবি, শিল্পী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে সেদিন কবির জন্মভিটে তথা মঙ্গলকোট এলাকা একটা অন্যমাত্রা পাবে।

মেলা কমিটির সম্পাদক মোল্লা জসীমউদ্দীনের কাছ থেকে জানা গ্যালো – বহু গণ্যমান্য ব্যক্তি সেদিন উপস্থিত থাকার ব্যাপারে ইতিমধ্যেই সম্মতি প্রকাশ করেছেন। তার আশা সবার সহযোগিতায় এবারও কুমুদ সাহিত্যমেলা সফল হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments