eaibanglai
Homeএই বাংলায়মেমারির প্রথম বালিকা বিদ্যালয়ে পালিত হলো প্ল্যাটিনাম জয়ন্তী

মেমারির প্রথম বালিকা বিদ্যালয়ে পালিত হলো প্ল্যাটিনাম জয়ন্তী

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,মেমারিঃ- ১৯৪৮ সাল, সদ্য স্বাধীন হয়েছে দেশ। তার অনেক আগে থেকেই এদেশে নারী শিক্ষা প্রসারে রামমোহন, বিদ্যাসাগর সহ একদল ভারতপ্রেমী ইংরেজ সক্রিয় হন। তাঁদের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক বালিকা বিদ্যালয় গড়ে উঠলেও মেমারিতে কোনো বালিকা বিদ্যালয় গড়ে ওঠেনি। অথচ বিভিন্ন দিক দিয়ে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হলো মেমারি। বালিকা বিদ্যালয় না থাকার জন্য স্বাভাবিকভাবেই মেমারিবাসীর মনে একটা আক্ষেপ থেকে গিয়েছিল। অবশেষে সেই আক্ষেপ দূর করতে এগিয়ে আসেন এলাকার বিশিষ্ট সমাজসেবী রসিকলাল বিষয়ী। ইংরেজি ১৯৪৮ অর্থাৎ বাংলার ১৩৫৫ সালে তাঁর উদ্যোগে মেমারিতে গড়ে ওঠে প্রথম বালিকা বিদ্যালয়। বর্তমানে যার নাম ‘রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়’। তারপর পড়াশোনা, খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অনন্য কৃতিত্বের সাক্ষর রেখে দেখতে দেখতে সেই বিদ্যালয় আজ ৭৫ বছর পূর্ণ করলো।

প্ল্যাটিনাম জয়ন্তী অর্থাৎ ৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের পক্ষ থেকে গত এক বছর ধরে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি পাঠ সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রসঙ্গত প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করেছেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরা যারা সংশ্লিষ্ট বিষয়গুলিতে যথেষ্ট দক্ষ।

বিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে নির্ধারিত ছ’দফার অনুষ্ঠান ট্যাবলো সহ এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গতবছর আগস্ট মাস থেকে শুরু হয়। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রী ও শিক্ষিকা এবং সমাজের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি শোভাযাত্রায় পা মেলান। গত সেপ্টেম্বর মাসে বিদ্যালয়ের জন্য যে মঞ্চ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় তার ভিত্তি প্রস্তর স্থাপন করেন এই বিদ্যালয়ের প্রথম ছাত্রী পুষ্প নন্দী যিনি সম্পর্কে রসিকলাল বাবুর নাতনি। বয়স অনুমতি না দিলেও অনুষ্ঠানে এসে মাঝে মাঝে তাঁর মধ্যে কিশোরী সুলভ উচ্ছ্বাস ফুটে উঠছিল। তখন তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন বর্তমান প্রজন্ম।

হঠাৎ তাপমাত্রা অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থে এক সপ্তাহ ছুটি ঘোষণার জন্য অনুষ্ঠানের কাটছাঁট করে গত ১৭ ই এপ্রিল পঞ্চম দফাতেই অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়। জানা যাচ্ছে পরিস্থিতি অনুকূল হলে পরে প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলন উৎসবের আয়োজন করা হবে।

যাইহোক আপাতত শেষ দিনের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল মেমারির গর্ব ডা. সোমনাথ সরকারের আর্থিক সহযোগিতায় নির্মিত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রসিকলাল বিষয়ীর আবক্ষ মূর্তি উন্মোচন l আবক্ষ মূর্তির উন্মোচন করেন মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী। একইসঙ্গে এদিন প্রবাসী ডা. বুদ্ধদেব দাঁ ও এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সোনালী সামন্তের আর্থিক আনুকূল্যে নির্মিত ‘ভারতী দাঁ স্মৃতি’ মাল্টিপারপস মঞ্চের উদ্বোধন করা হয়। মঞ্চের উদ্বোধন করার জন্য বুদ্ধদেব বাবু ঝটিকা সফরে দেশে ফিরে আসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. বুদ্ধদেব দাঁ, সোনালী সামন্ত, অধ্যাপক অনুনয় সামন্ত, পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রশাসক ভজন ঘোষ, বিশিষ্ট সমাজসেবী শুভেন্দু গুহ, জামাত আলি, কাউন্সিলর বাপী ব্যানার্জ্জী, মহঃ ইউসুফ সহ মেমারির বহু বিশিষ্ট ব্যক্তি।

ডা. বুদ্ধদেব দাঁ বললেন- পড়াশুনোর কোনো বিকল্প নেই। মন দিয়ে পড়াশুনো করলে জীবনের যে কোনো লক্ষ্যে পৌঁছে যাওয়া যায়। মেমারি তার জন্মভূমি। এখান থেকেই তিনি ও তার বোন সোনালী সামন্ত তাদের প্রাথমিক শিক্ষা পেয়েছেন। তাই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর জন্মভূমিকে এবার তাদের কিছু ফিরিয়ে দেওয়ার পালা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চন্দ্রা চ্যাটার্জ্জী বললেন- প্রচন্ড তাপপ্রবাহের কারণে ও সরকারী নির্দেশের জন্য সমাপ্তি অনুষ্ঠানটি ছোট করে সম্পন্ন করা হল। আগামীতে অনুকূল পরিস্থিতিতে বাকি থাকা অনুষ্ঠান সুসম্পন্ন করা হবে। তিনি মঞ্চ ও মূর্তি নির্মাণ কার্যে সহযোগিতাকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments