eaibanglai
Homeএই বাংলায়উল্কাপাতের গুজবের জন্য আতঙ্ক পশ্চিম বর্ধমানে

উল্কাপাতের গুজবের জন্য আতঙ্ক পশ্চিম বর্ধমানে

সংবাদদাতা, আসানসোল:- উল্কাপাতের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার, ইকরা শিল্পতালুকে। পরে শেষমেষ জানা গেল না কোন উল্কাপাতের ঘটনা এটা নয়। লাগোয়া এলাকায় থাকা গ্রেট ইস্টার্ন নামের এক রোলিং মিল কারখানায় আর পি এম মোটর এর হুইল খুলে গিয়ে ওই রোলিং মিলের চাল ফুটে জামুরিয়ার তিন পৃথক স্থানে সেই মোটর ছিটকে পড়ে ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় ইকরা গ্রাম এলাকার বাউড়িপাড়ার অমর বাদ্যকর নামের এক ব্যক্তির বাড়ির উঠোনে আছড়ে পড়ে সেই যন্ত্রাংশ। এই ঘটনায় তার মেয়ে বছর ১৮ ঝুলন বাদ্যকর গুরুতর ভাবে আহত হয়। তার শরীরের কিছু অংশ আঘাতপ্রাপ্ত হয়, পরে দ্রুত তাকে স্থানীয় আকলপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এর পাশাপাশি প্রতিবেশী অনিল বাদ্যকর এর বাড়ির ছাদে ওই যন্ত্রাংশটি আঘাতপ্রাপ্ত হয়ে ছিটকে পড়ে অমর বদ্যাকরের বাড়ির উঠোন। যদিও প্রথমদিকে এই ঘটনাটি উল্কাপাতের ঘটনা বলে চারিদিকে গুজব রটে যায়, পরে অবশ্য যন্ত্রাংশ ছিটকে পড়ার খবর সামনে আসে। ঘটনার স্থলে পুলিশের বিশাল বাহিনী ঘিরে রেখেছে এলাকাটিকে। কিভাবে এই ঘটনা ঘটলো ও এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষজন এদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, সে সকল নিয়েই চলছে এখন জোর আলোচনা।

জানা গেছে ইকরা এলাকাতেই নয়, ইকরার রাজা রামডাঙ্গা ও জাদুডাঙ্গা এলাকাতেও এই কারখানার যন্ত্রাংশ ছিটকে পড়ে, সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু মানুষজনের বাড়ি ঘর। বর্তমানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনার স্থলে পৌঁছে সরজমিনে ঘটনার তদন্ত শুরু করেছেন। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ওই গ্রেট ইস্টার্ন কারখানার সামনেই রাস্তা অবরোধ করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মানুষের। এদিকে কারখানার ভেতরে গিয়ে দেখা যায় ওই কারখানার যন্ত্রাংশ উড়ে তিনটি পাটে ছিটকে গিয়েছে। এই ঘটনার পরপরই বিক্ষুব্ধ মানুষজন ওই কারখানার চত্বরে ঢুকে ব্যাপকভাবে ক্ষোভ ব্যক্ত করে। চলে ব্যাপক ভাঙচুর। কারখানা ছেড়ে পালিয়েছে সকলেই। পুলিশের বিশাল বাহিনী মোতায়ন রয়েছে ওই কারখানায়। গ্রামবাসীরা ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটে বিক্ষোভ দেখায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments