নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ দুর্গাপুরে তৃণমূল কাউন্সিলারকে প্রকাশ্যে ক্ষুর চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তৃণমূল ব্লক সভাপতির ওপর হামলার অভিযোগ। ঘটনা উখড়া ফাঁড়ির অন্তর্গত পান্ডবেশ্বর এলাকার। ব্লক সভাপতি নরেন চক্রবর্তীর বয়ান থেকে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ তিনি বাড়িতে থাকাকালীন হঠাৎ এক ব্যক্তি তার সঙ্গে দেখা করতে আসে। ব্লক সভাপতির দাবি, বাইরে বেরিয়ে ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে শুরু করলেই আচমকায় ওই ব্যক্তি তাকে গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করতে গেলে নরেন চক্রবর্তীর নজরে আসে ওই ব্যক্তির কাছে একটি পিস্তল রয়েছে। এরপর তাদের দুজনের কথা কাটাকাটির আওয়াজে আশেপাশের লোকজন ও ব্লক সভাপতির নিরাপত্তারক্ষীরা বেরিয়ে এলে অভিযুক্ত ওই ব্যক্তিকে ধরে ফেলে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশী পিস্তল ও কয়েক রাউন্ড কার্তুজ। অভিযুক্তকে ধরে রেখে উখড়া থানার পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। আচমকায় ব্লক সভাপতির ওপর হামলার ঘটনায় বিরোধী বিজেপির দিকে আঙুল তুলছে শাসকদল। উল্লেখ্য, গত বুধবার প্রকাশ্য জনবহুল রাস্তার ধারেই দুর্গাপুরের গ্যামন ব্রিজ এলাকায় ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলারকে ধারালো ক্ষুর দিয়ে হামলা করার অভিযোগ উঠেছিল এক যুবক। সেখানেও শাসকদলের তরফে বিজেপির বিরুদ্ধে আঙুল তোলা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পান্ডবেশ্বরের ব্লক সভাপতির ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে এক ব্যক্তির চড়াও হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
পান্ডবেশ্বরের ব্লক সভাপতির ওপর হামলার অভিযোগ, উদ্ধার আগ্নেয়াস্ত্র
RELATED ARTICLES