eaibanglai
Homeএই বাংলায়পানাগড় বাজারে প্রতিবাদ বীমা সংস্থার এজেন্টদের, বিক্ষোভ প্রদর্শন ছাঁটাই শ্রমিকদের তেল সংস্থার...

পানাগড় বাজারে প্রতিবাদ বীমা সংস্থার এজেন্টদের, বিক্ষোভ প্রদর্শন ছাঁটাই শ্রমিকদের তেল সংস্থার গেটে

সংবাদদাতা, পানাগড়ঃ- কোন কারণ না দেখিয়ে কাঁকসার একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা থেকে ২৪ জন ঠিকা কর্মীকে ছাঁটাই করা হলো। তারই প্রতিবাদে ওই তেল সংস্থার গেটের সামনে ধর্নায় বসে তৃণমূল শ্রমির সংগঠনের সাথে যুক্ত শ্রমিকরা। তাদের অভিযোগ বেআইনিভাবে তাদেরকে কারখানা থেকে ছাঁটাই করা হয়েছে। তার পরিবর্তে কারখানা কর্তৃপক্ষ ও কারখানার ঠিকাদার বাইরে থেকে শ্রমিক নিয়োগ করে ছাঁটাই করা শ্রমিকদের পরিবর্তে কাজে লাগানো হয়েছে। তাদের অনুমান স্থানীয় শ্রমিকদের কাজে যোগদান করালেন আগামী দিনে শ্রমিকদের ন্যায্য বেতন সহ নানান সুবিধা দিতে হবে। অপরদিকে বাইরে থেকে শ্রমিক নিয়ে কাজ করলে কোন সুযোগ সুবিধা দিতে হবে না। এই কারণেই কারখানার ২৪ জন শ্রমিককে ছাঁটাই করা। শ্রমিকদের দাবি তাদের পুনরায় কাজে যোগদান করাতে হবে। যদিও কারখানা বন্ধ না করে গেটের সামনে শান্তিপূর্ণ হবে তারা ধরনায় বসেছে। আগামী দিন তাদের দাবি পূরণ না হলে প্রয়োজন পড়লে তারা অনশনে বসবেন বলে জানিয়েছেন তারা। অন্যদিকে একগুচ্ছ দাবি নিয়ে বীমা সংস্থার এজেন্টরা পানাগর বাজারে বিক্ষোভ প্রদর্শন করলো। এদিন কাঁকসার পানাগড়ের একটি রাষ্ট্রায়ত্ত বিমান বীমা সংস্থার এজেন্টরা সকাল থেকেই সংস্থার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এজেন্ট এর বক্তব্য তারা দীর্ঘদিন ধরে ওই সংস্থায় কাজ করে আসছেন। কিন্তু তাদের কোন রকম সুযোগ-সুবিধা কিছুই নেই। অপরদিকে বীমা সংস্থা কমিশনারের যে রোজকার হতো তাদের সেটাও কমে গেছে। ফলে আগামী দিনে তাদের আর্থিক অনটন দেখা দিতে পারে সেই আশঙ্কায় সমস্ত এজেন্টরা সকাল থেকেই বিক্ষোভ প্রদর্শন শুরু করে। আদেও তাদের এই সমস্যা সমাধান হবে কিনা তার সঠিকভাবে জানা নেই কারো। তবে সংস্কার এজেন্টরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments