নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ আপন মনে বসে দুই সন্তান, পাশে পড়ে রয়েছে গর্ভবতী মায়ের নিথর দেহ। বুধবার এমনই করুণ ছবি ধরা পড়লো পুরুলিয়া জেলার দড়দা অঞ্চলের জুরাডি গ্রামের মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতার নাম টুম্পা ঘাসি, বাড়ি জুরাডি গ্রামেই। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা টুম্পা নামে ওই মহিলাকে মাঠের ধারে পড়ে থাকতে দেখেন। শুধু তাই নয়, স্থানীয়রা দেখেন ওই মহিলার কোলের দুই সন্তান ওই মহিলার নিথর দেহের পাশেই খেলছিল দুই শিশু। এলাকাবাসীদের বয়ান থেকেই জানা গেছে, ওই মহিলা গর্ভবতী ছিল। বেশ কয়েকজনের কাছ থেকে জানা গেছে, ওই দুই শিশুর মধ্যে এক শিশু নিথর মায়ের পাশে বসে স্তন পান করার চেষ্টা করলেও এই করুণ কাহিনী নাড়া দিয়ে গিয়েছে মানুষের মনকে। কিন্তু আচমকায় ওই মহিলার কি কারণে মৃত্যু হল, কি করেই বা ওই মহিলা সন্তানদের সহ মাঠের ধারে পৌঁছালো তা নিয়েও ধন্দে এলাকাবাসী ও পুলিশ প্রশাসন। আপাতত পুলিশের তরফে ওই মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। মহিলার স্বামীর খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে দুই শিশু সন্তানকে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
মৃত মায়ের নিথর দেহের স্তন পান দুই শিশুর
RELATED ARTICLES