eaibanglai
Homeএই বাংলায়অন্নপূর্ণা পূজার দিন নয়টি কাজ ভাগ্য বদলে দেবে

অন্নপূর্ণা পূজার দিন নয়টি কাজ ভাগ্য বদলে দেবে

সঙ্গীতা চ্যাটার্জীঃ- অন্নপূর্ণা পুজো হলো ১৬ ই এপ্রিল ২০২৪। এইদিন মা দুর্গা অন্নপূর্ণা রূপে আবির্ভূতা হয়েছিলেন, এই দিন কতগুলি বিষয় মেনে চললে বদলে যেতে পারে আপনার ভাগ্য, জ্যোতিষ শাস্ত্র অন্তত তেমনটাই বলছে। দক্ষিণেশ্বরের স্বনামধন্য জ্যোতিষরা এই প্রসঙ্গে বলেন,“মা অন্নপূর্ণা পুজোর দিন কতকগুলি উপায় মেনে চললে বদলে যেতে পারে আপনার ভাগ্য” উপায় গুলি কী কী জানেন তো ? চলুন জেনে নেওয়া যাক সেই উপায় গুলির কথা

অন্নপূর্ণা পূজোর দিন করুন নিম্নলিখিত এই কাজগুলি-
১। সাদা পোশাক পরিধান করে পূজা করুন।
২। জবা ফুলের মধ্যে লাল চন্দন দিয়ে একটা গোটা এলাচ সহ অন্নপূর্ণা মন্দিরে দান করুন।
৩। এই দিনে একটি পিতলের পাত্রে অল্প চাল নিয়ে কোনো ভিখারিকে দান করুন।
৪। এই দিনে একটি লবঙ্গ পুড়িয়ে তার ছাই একটা এক টাকার কয়েনের উপর মাখিয়ে কোনো মন্দিরে দান করুন।
৫। এই দিনে কারুর কাছ থেকে লবণ নেবেন না।
৬। এই দিনে একটি রূপোর কয়েন দান করুন।
৭‌। এই দিনে নিরামিষ আহার করুন।
৮। মায়ের ভোগে অবশ্যই অর্পণ করুন ভাত, মুগ ডাল, শাক ভাজা, মোচার ঘন্ট ও ছানার ডালনা।
৯। এই দিনে সাধ্যমত দরিদ্রদের ও ব্রাহ্মণদের দান করুন।

নিম্নলিখিত এই নয়টি উপায় অবলম্বন করলে অবশ্যই আপনার ভাগ্য বদলে যাবে, দীন দুঃখী মানুষদের সেবা করলে মা আপনার সহায় হবে। আর মা সহায় হলেই যে অমঙ্গল কেটে মঙ্গল সাধিত হয় সে কথা বলাই বাহুল্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments