eaibanglai
Homeএই বাংলায়পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে চলা অশান্তির ছবি সালানপুরেও

পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে চলা অশান্তির ছবি সালানপুরেও

সংবাদদাতা,আসানসোলঃ- পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে অশান্তি চলছেই। মনোনয়ন পত্র দাখিলের পরেও অশান্তি থামছেনা জেলায় জেলায়। অভিযোগের তীর শাসক দলের দিকে। এই পরিস্থিতিতে আসানসোলের সালানপুরেও ধরা পড়েছে একই চিত্র। সালানপুর ব্লকের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্ট প্রার্থী অশোক ব‍্যনার্জির বাড়িতে হামলার অভিযোগ উঠল শাসক দলের গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে। অভিযোগ ১৫ জুন রাত ১০টা নাগাদ শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা তার ঘরে ভাঙচুর চালায় ও পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে। ঘটনার জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকজুড়ে। পুলিশে খবর দেওয়া হলে রাতেই রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছয়।

অশোকবাবুর দাবি শুধু তার ওপরই নয়। বিরোধীদল বিশেষত বাম দলের প্রার্থী হিসাবে সালানপুর ব্লকে যারা দাঁড়িয়েছেন তাদের প্রত‍্যেককেই মনোনয়ন প্রত‍্যাহারের হুমকি দিচ্ছে শাসক দল। যদিও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়। সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান বলেন, অশান্তির পরিবেশ তৈরি করা আমাদের লক্ষ‍্য নয়। যদি তাই হতো, তাহলে মনোনয়নপত্র দাখিলের সময় বিরোধীদের হাতে ফুল জল তুলে দেওয়া হতো না। তারা সবসময় চান নির্বাচনকে ঘিরে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক।

যদিও শুক্রবার মীনাক্ষী মুখার্জি ও শিপ্রা মুখার্জীর নেতৃত্বে বাম নেতা কর্মীরা সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়িতে সালানপুর থানার ইনচার্জ অমিত হাটি এবং রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ মইনুল হককে শাসকদলের অত‍্যাচার ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টির বিরুদ্ধে একটি স্মারকলিপি প্রদান করে। তারা দাবি জানায় তাদের প্রার্থীদের সুরক্ষা দিতে হবে এবং অবিলম্বে যারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments