eaibanglai
Homeএই বাংলায়রবিবারের আগে বর্ষা নয় দক্ষিণবঙ্গে

রবিবারের আগে বর্ষা নয় দক্ষিণবঙ্গে

এই বাংলায় ওয়েব ডেস্কঃ- বাংলায় বর্ষা প্রবেশ করলেও থমকে আছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। যার জেরে দক্ষিণবঙ্গে বিলম্বিত বর্ষা। রবিবারের আগে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে না বর্ষা। আর ততদিন গরম জনিত চরম অস্বস্তি ও বেশকিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে । আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের মালদহে মৌসুমী অক্ষরেখা থমকে রয়েছে। তাই উত্তরে স্বস্তি ফিরলেও দক্ষিণে আপতত স্বস্তির আশ্বাস নেই। রবিবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আপাতত মালদহের ওপরে অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা । ১৮ থেকে ২১ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু এমনটাই অনুমান আবহাওয়াবিদদের।

উত্তরের পার্বত্য পাঁচ জেলায় যখন বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে তখন ক্ষিণবঙ্গে চরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পশ্চিমের ৬ জেলায় তাপপ্রবাহ চলবে রবিবার পর্যন্ত। বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও অস্বস্তি পিছু ছাড়বে না। রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বাকি জেলাতেও গরম বাড়বে। শনি ও রবিবার অস্বস্তি আরও চরমে উঠবে।

শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির বেশি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায়। বাকি জেলাতেও জেলাতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments