eaibanglai
Homeএই বাংলায়বছর শেষে নতুন করে করোনার আশঙ্কা, জেলা হাসপাতালে মক ড্রিল

বছর শেষে নতুন করে করোনার আশঙ্কা, জেলা হাসপাতালে মক ড্রিল

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– বছর শেষে দেশে নতুন করে তৈরি হয়েছে করোনা সংক্রমণের আশঙ্কা। এই পরিস্থিতিতে সতর্ক স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার করোনার পরিকাঠামো খতিয়ে দেখতে মক ড্রিল করা হল আসানসোল জেলা হাসপাতালে। হাসপাতালের ডেপুটি সুপার কঙ্কন রায় এদিন জানান, জেলা হাসপাতালে করোনা সংক্রমণের সময় তৈরি হওয়া ওয়ার্ডটির সব কিছু ঠিক আছে কিনা তা খতিয়ে দেখা হয় এই মক ড্রিলে। যেখানে টেকনিশিয়ান থেকে চিকিৎসক সবাই উপস্থিত ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য দপ্তরের নির্দেশই এদিনের মক ড্রিল বলে জানান তিনি।

প্রসঙ্গত নতুন করে দেশে করোনা ভাইরাসের নতুন উপপ্রজাতি ( সাব ভেরিয়েন্ট) জেএন.১ ( বিএ.২.৮৬.১.১) র সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। এই সংক্রমণে আক্রান্ত হয়ে কেরলে একজনের মৃত্যুও হয়েছে। কেরলের পাশাপাশি দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কর্ণাটকের মতো কিছু রাজ্যের একাধিক জায়গায় নতুন এই ভাইরাস ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় যেসব সরকারি হাসপাতালে করোনা ভাইরাসের চিকিৎসা করা হতো সেই সব হাসপাতালে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত সব সরঞ্জাম পরিকাঠামো ঠিক আছে কিনা, তা অবিলম্বে খতিয়ে দেখার জন্য সব রাজ্যেকে নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ মহঃ ইউনুস এদিন জানান, পশ্চিম বর্ধমান জেলায় গত দু মাসের মধ্যে কোনও করোনা ভাইরাসের কেস পাওয়া যায়নি। তবে বড় কিছু হলে তার প্রস্তুতি যাতে আগে থেকেই সম্পূর্ণ থাকে সেজন্যই এই মক ড্রিল করা হলো আসানসোল জেলা হাসপাতালে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments