eaibanglai
Homeএই বাংলায়ঠেলা গাড়িতে আসানসোল থেকে লেহ লাদাখ

ঠেলা গাড়িতে আসানসোল থেকে লেহ লাদাখ

সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোল থেকে লেহ লাদাখ, প্রায় ৮০০০ কিলোমিটার রাস্তা ঠেলা গাড়িতে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন আসানসোলের বার্নপুরের নরসিংহ বাঁধের বাসিন্দা যুবক বিক্রম হেলা। তবে শুধুই ঘুরতে যাওয়া নয়, তাঁর এই যাত্রার উদ্দেশ্য পশ্চিমবঙ্গ সরকারের পথ নিরাপত্তা সংক্রান্ত কর্মসূচি ‘সেফ ড্রাইফ, সেভ লাইফ’ এর বার্তা দেশের মানুষরে মধ্যে ছড়িয়ে দেওয়া ও পথ নিরাপত্তা নিয়ে ও পরিবেশ নিয়ে মানুষকে সচেতন করা। বিক্রমের মতে অসাবধনতা, পথ নিরাপত্তা নিয়ে সঠিক সচেতনতা না থাকায় অকালে ঝড়ে যাচ্ছে বহু প্রাণ। এই মৃত্যুর মিছিল রুখতে ও প্রকৃতিকে বসবাসের উপযুক্ত করে তুলতে, জীবনে অন্তত একটি গাছ লাগানোর বার্তা নিয়ে তিনি ১২ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল ভ্রমণ করবেন। আর সুদীর্ঘ এই যাত্রাপথ ১২০ দিনের মধ্যে শেষ করতে পারবেন বলেও আশা তাঁর। তবে শারীরির অসুস্থতা বা যান্ত্রিক কোনও ত্রুটির কারণে অতিরিক্ত ৩০ দিন হাতে রেখেই যাত্রা শুরু করেছেন তিনি।

পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খন্ড, বিহার, উত্তরপ্রদেশ , দিল্লি হয়ে হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ডের মানালি হয়ে লেহ, লাদাখ, জম্মু হয়ে মাতা বৈষ্ণদেবীর দর্শন করবেন বিক্রম। এবং ওই একই পথে ফেরার সময় উত্তরপ্রদেশের বেনারসের বিশ্বনাথ মন্দির দর্শন করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। আর তার এই উদ্য়োগে তাঁর মা তাঁকে শক্তি যুগিয়েছেন এবং সব সময় পাশে থেকেছেন বলে জানিয়েছেন বিক্রম।

প্রসঙ্গত করোনা কালে ঘরবন্দি হয়ে থাকার সময়ই কিছু একটা করার ভাবনা মাথায় আসে তাঁর। এবং তারপরই ঠেলা গাড়িতে লেহ লাদাখ যাওয়ার পরিকল্পনা শুরু করে দেন তিনি। গত দুবছর ধরে এই যাত্রার জন্য প্রস্তুতি করেছেন বিক্রম। একটি ঠেলা গাড়িকে মডিফাই করে তার সঙ্গে সাইকেল জুড়ে তৈরি করেছেন বিশেষ গাড়ি। গাড়িতে রয়েছে একটি সৌর প্লেট ও খাবার,জল সহ প্রয়োজনীয় সরঞ্জাম।

অন্যদিকে তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। রাজ্যে যেমন পুলিশ ও প্রশাসনের সহযোগিতা পেয়েছেন বিক্রমের আশা যাত্রাপথে অন্য রাজ্যের পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের কাছেও একইভাবে সাহায্য় সহযোগীতা পাবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments