eaibanglai
Homeএই বাংলায়নিম্নচাপের টানা বৃষ্টি, জলের তলায় সবজি ও ধানের জমি

নিম্নচাপের টানা বৃষ্টি, জলের তলায় সবজি ও ধানের জমি

সংবাদদাতা,বাঁকুড়াঃ- নিম্নচাপের জেরে গতকাল থেকেই উপকূলবর্তী এলাকাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গে একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কখনো ঝির ঝিরে, কখনো মাঝারি আবার কখনো ভারী বৃষ্টিপাত চলেছে দিনভর। বাদ পড়েনি বাঁকুড়া জেলাও। দিনের বেলায় হাল্কা বৃষ্টি হলেও দুপুরের পর থেকেই শুরু হয় দফায় দফায় ভারী বৃষ্টিপাত। চলে রাতভর। । যার কারণে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের বিস্তীর্ণ চাষের এলাকা জলের তলায় ডুবে গিয়েছে। বিভিন্ন সবজির পাশাপাশি ধান জমিও জলের তলায় চলে গিয়েছে । যার জেরে রীতিমতো আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছেন এলাকার কৃষকরা ।

দীনবন্ধু ধারা , সুনীল দে প্রভৃতি স্থানীয় কৃষকরা জানান, এই বৃষ্টিতে সব সবজি ও ধানের জমি জলের তলায় চলে গিয়েছে। ফসল নষ্ট হলে বিপুল ক্ষতির সম্মুখীন হবেন তারা। তারা যে টাকা খরচ করে সবজি চাষ করেছিলেন সবজি নষ্ট হলে আগামী দিনে সেই টাকা ঘরে আসবে না। ফলে আগামী দিনে সংসার কিভাবে চলবে তাই ভেবে রাতের ঘুম ছুটেছে তাদের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments