সঞ্জীব মল্লিক, বাঁকুড়া : মাটিতে পড়ে থাকা ৪৪০ ভোল্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যু হলো এক বনকর্মীর। মৃতের নাম তপন সর্দার (৪০)। শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার হীড়বাঁধের বনদপ্তরের অফিসে। সূত্রের খবর, স্থানীয় মলিয়ান সংলগ্ন জুনবেদিয়া গ্রামের বাসিন্দা তপন সর্দার বেশ কিছু দিন ধরে হীড়বাঁধ বনদপ্তরের অফিসে কর্মরত ছিলেন। এদিন সকালে দপ্তরের সামনে ঝাঁট দেওয়ার সময় অসাবধানতাবশত ঐ বিদ্যুতের তারের সংস্পর্শে এলে এই দুর্ঘটনা ঘটে। উপস্থিত বনকর্মীরা তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
বৈদ্যুতিক তারে জড়িয়ে তড়িদাহত হয়ে মৃত্যু এক বনকর্মীর
RELATED ARTICLES