eaibanglai
Homeএই বাংলায়মাঠ মনসা পুজোর রোমহর্ষক কাহিনী

মাঠ মনসা পুজোর রোমহর্ষক কাহিনী

সংবাদদাতা,বাঁকুড়া:- রবিবার মাঠ মনসা পুজোয় মেতে উঠেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা গ্রামের বাসিন্দারা। এদিন গ্রামের পশ্চিম মাঝিপাড়া শ্মশান সংলগ্ন এলাকায় পালিত হচ্ছে মাঠ মনসা পুজো । আর এই পুজো উপলক্ষ্যে এদিন প্রায় পাঁচ হাজার মানুষের মধ্যে নরনারায়ণ সেবা করা হয় দাবি পুজো কমিটির সদস্যদের।

এই পুজোর প্রচলন নিয়ে প্রচলিত আছে এক রোমহর্ষক কাহিনী। বেশীদিন নয়, মাত্র বছর ২৫ আগের ঘটনা। গ্রামবাসীরা জানান সেদিন গ্রামের শ্মশান মাঠ সংলগ্ন এলাকায় একটি শিশুকে সাপের সঙ্গে খেলা করতে দেখেছিলেন গ্রামের অনেকে। সাপটি শিশুটির গায়ে উঠে , গলায় জড়িয়ে , মাথায় ফনা তুলে খেলা করলেও শিশুটির কোন রকম ক্ষতি করেনি । তার পর থেকেই এই গ্রামের মানুষেরা ওই স্থানে মা মনসার পুজো শুরু করেন । তার পর থেকে প্রতিবছর পালিত হয়ে আসছে মাঠ মনসা পুজো।

পুজো কমিটির এক সদস্য অমর পাঁজা জানান , প্রতি বছরই এই পুজো উপলক্ষে পাঁচ থেকে সাত হাজার নরনারায়ণ সেবা হয়ে থাকে । গ্রামের মানুষের সহযোগিতায় পুজো সম্পন্ন হয় । এছড়াও এদিন আশেপাশের বহু এলাকা থেকে মানুষজন আসেন এই পুজো ও নরনারায়ণ সেবায় অংশ নিতে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments