eaibanglai
Homeএই বাংলায়শীতের দুপুরে দুর্গাপুরের বুকে ভরপুর মাছ ভাতের আয়োজন

শীতের দুপুরে দুর্গাপুরের বুকে ভরপুর মাছ ভাতের আয়োজন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কথায় বলে মাছে ভাতে বাঙালি। শীতের দুপুরে দুর্গাপুরের বুকে মাছ ভাতের ভরপুর আয়োজন। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। কি নেই সেই মাছের তালিকায়। পদ্মার ইলিশ থেকে স্থানীয় চারা পোনা, সামুদ্রিক পমফ্রেট থেকে পাবদা, চিংড়ি, ভেটকি। দুর্গাপুর বাসীর মাছ ভাতের রসনা তৃপ্তি করতে রবিবার দুর্গাপুরের ন-নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা পল্লব রঞ্জন নাগের উদ্যোগে আয়োজন করা হয়েছিল মৎস্য মেলার । ইস্পাত নগরীর হর্ষবর্ধন মাঠে বসেছিল এই মাছের মেলা। যেখানে চেটেপুটে নানান মাছের পদ আস্বাদন করতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে হাজির হয়েছিলেন প্রায় কয়েকশো শহরবাসী। বেলা বাড়তেই ভিড় উপচে পড়ে মেলায়। তবে শুধু দুর্গাপুরবাসী নয় পার্শ্ববর্তী এলাকার মানুষ ভিড় জমিয়েছিল এই মৎস্য মেলায়।

এদিন মেলার উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় এবং প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়। এই নিয়ে দ্বিতীয় বৎসরে পদার্পন করল মাছের এই বিশেষ মেলা। সব মিলিয়ে যেন এক জমজমাট মৎস্য উৎসবে পরিণত হয়েছিলে দুর্গাপুরের এই মাছের মেলা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments