eaibanglai
Homeএই বাংলায়১২ ঘন্টার পথ অবরোধে বিপর্যস্ত বিভিন্ন জেলার যান চলাচল

১২ ঘন্টার পথ অবরোধে বিপর্যস্ত বিভিন্ন জেলার যান চলাচল

সংবাদদাতা, বাঁকুড়া:- বছরের শুরুতেই রাজ্য জুড়ে বড়সড় আন্দোলনে নেমেছে আদিবাসীদের অন্যতম বড় সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগণা মহল। বুধবার সকাল থেকে তাঁদের ১২ ঘন্টার পথ অবরোধের ডাকে রাজ্যের বিভিন্ন জেলায় বিপর্যস্ত হয়ে পড়েছে যান চলাচল। মোট ৯ দফা দাবীকে সামনে রেখে রাজ্য জুড়ে পথ অবরোধের ডাক দিয়েছে আদিবাসীদের ওই সামাজিক সংগঠন। এর জেরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে বাঁকুড়ার খাতড়া মহকুমা, সহ জেলার বিভিন্ন জায়গায় ।

সাঁওতালি মাধ্যমে পঠন পাঠনের পরিকাঠামো উন্নয়ন, আদিবাসী পড়ুয়াদের জন্য বন্ধ হোস্টেল খোলা, ভুয়ো এস টি সংশাপত্র প্রদান বন্ধ, পৃথক সাঁওতালি এডুকেশন বোর্ড ও পশ্চিমাঞ্চল ডেভলপমেন্ট বোর্ড গঠন, বনভূমির পাট্টা প্রদান সহ প্রায় ১২ দফা দাবীকে সামনে রেখে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। বিভিন্ন জেলার জেলা প্রশাসন, অনগ্রসর শ্রেনী কল্যাণ দফতর এমনকি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বারাবার আবেদন জানিয়েও কোনো দাবী পূরণ হয়নি বলে অভিযোগ সংগঠনের। ফলে নতুন বছরের শুরুতেই আন্দোলন আরো তীব্রতর করেছে আদিবাসী সমাজের এই সংগঠনটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments