eaibanglai
Homeএই বাংলায়বর্ধমানে আয়োজিত হলো রক্তদান শিবির

বর্ধমানে আয়োজিত হলো রক্তদান শিবির

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,বর্ধমানঃ- গরমের প্রকোপ বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে অতীতের মত এবারও রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকে দেখা দিয়েছে রক্তের ঘাটতি। মুমূর্ষু রুগীরা পর্যন্ত ঠিকমত রক্ত পাচ্ছেনা। রক্তের জন্য প্রকৃত অর্থেই শুরু হয়েছে হাহাকার। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এল বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় একটি ক্লাব। জানা যাচ্ছে ৭ ই মে ছিল সংশ্লিষ্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবস এবং প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে তাদের এই উদ্যোগ।

৭ ই মে স্বেচ্ছাসেবী সংস্থা উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের সক্রিয় সহযোগিতায় ও ইয়ং স্টার ক্লাবের পরিচালনায় ঘোড়দৌড় চটির গোপালনগরে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার সহযোগিতায় শিবির থেকে মোট ৪৮ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। রক্তদাতাদের মধ্যে ১৯ জন ছিলেন মহিলা। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। সুপরিচিত ‘গাছ গ্রুপ’-এর পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়।

রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য ‘উৎসর্গ রিলিফ ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক দিব্যেন্দু দাস, সভাপতি অরিজিৎ রায় ও সদস্য টুম্পা হালদার সহ আরও অনেকেই। ‘গাছ গ্রুপ’-এর পক্ষ থেকে ছিলেন ‘গাছ মাস্টার’ অরূপ চৌধুরী। সংশ্লিষ্ট ক্লাবের পক্ষ থেকে ছিলেন চিরঞ্জিত হাজরা, সুজিত চক্রবর্তী সহ অন্যান্য সদস্য-সদস্যারা।

রক্তদান শিবিরের আয়োজন করার জন্য ইয়ং স্টার ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিব্যেন্দু বাবু বললেন – প্রতি বছর এই সময় ব্যাপকভাবে রক্তের ঘাটতি দ্যাখা যায়। থ্যালেসামিয়া রুগীর পরিবার সমস্যায় পড়ে যায়। আমরা স্থানীয়ভাবে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করে তাদের রক্তদান শিবিরের আয়োজন করার ব্যাপারে উৎসাহ দিই এবং সম্পূর্ণ সহযোগিতা করে থাকি। আমরা চাই আরও বিভিন্ন প্রতিষ্ঠান এভাবেই এগিয়ে আসুক।

প্রসঙ্গত, এখনো বর্ষপূর্তি ঘটেনি। মানুষের সেবার জন্য বিভিন্ন সংস্থার সহযোগিতায় ইতিমধ্যে উৎসর্গ রিলিফ ফাউন্ডেশন দশটির মত রক্তদান শিবিরের আয়োজন করে ফেলেছে। একইসঙ্গে জরুরি প্রয়োজনে তারা ডোনারের ব্যবস্থা করে থাকে। এছাড়াও বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা, অক্সিজেন সিলিণ্ডার সরবরাহ , উৎসবের সময় দুস্থদের বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ এবং পুষ্টিযুক্ত খাবার বিতরণ করে থাকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments