নিজস্ব সংবাদদাতাঃ- বর্দ্ধমান শহরের রেনেসাঁ টাউনশিপ-এ অনুষ্ঠিত হল রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান “আজি কোন সুরে বাঁধিব” ২১ মে ২০২৩, সকালে। আয়োজক ছিলেন বিশিষ্ট চিকিৎসক তথা রবীন্দ্রানুরাগী ডঃ প্রদীপ মজুমদার ও শ্রীমতি কবিতা মজুমদার এবং সহযোগিতায় দুর্গাপুরের ধ্রুবতারা মিউজিক একাডেমী। সমবেত কন্ঠে গাওয়া উদ্বোধনী সংগীতের পর বিশেষভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্তকে। সম্মানিত করা হয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী আমন্ত্রিত শিল্পীদেরও। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বুদ্ধদেব সেনগুপ্ত, প্রণব মুখোপাধ্যায়, ঋতুকণা ভৌমিক, বাণী চট্ট্যোপাধ্যায়, কবিতা মজুমদার, সুতপা মুখোপাধ্যায়,কাকলি মুখোপাধ্যায়, সঞ্চারী দত্ত, সৌমেন চট্ট্যোপাধ্যায় প্রমুখ ১৪ জন শিল্পী। আবৃত্তিতে অংশগ্রহণ করেন তন্দ্রা মন্ডল এবং অমর ভট্টাচার্য্য। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন পার্থ দত্ত, সুদীপ দত্ত এবং সনৎ বড়াল। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে প্রাতঃরাশ এবং মধ্যাহ্নভোজনের মাধ্যমে আপ্যায়িত করা হয়।