eaibanglai
Homeএই বাংলায়আদিবাসী সেঙ্গেল সেলের ডাকা বাংলা বনধে ব্যাপক প্রভাব বাঁকুড়ায়

আদিবাসী সেঙ্গেল সেলের ডাকা বাংলা বনধে ব্যাপক প্রভাব বাঁকুড়ায়

সংবাদদাতা, বাঁকুড়া:- কুড়মিরা আদিবাসী হিসাবে স্বীকৃতির দাবীতে আন্দোলন যত তীব্র করছে ততই পাল্টা আন্দোলনের তেজ বাড়াচ্ছে সাঁওতাল সহ অন্যান্য আদিবাসী সংগঠনগুলি। সোমবার অ-আদিবাসীদের তপশিলি উপজাতি হিসাবে সংশাপত্র দেওয়ার প্রতিবাদ সহ একাধিক দাবীতে ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান নামে আদিবাসী সংগঠন। আর এই বনধে ব্যাপক প্রভাব পড়েছে বাঁকুড়া জেলার পরিবহণে। এদিন রাস্তায় নামেনি কোনো বেসরকারি বাস। এদিকে সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে কোনো বেসরকারী যানবাহন চলাচল না করায় চরম সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।

জেলার জঙ্গল মহলগামী কোন বাস এদিন রাস্তায় নামেনি। সম্পূর্ণ রেল পরিষেবা বিহীন জেলার বিস্তীর্ণ অংশের মানুষের এখনো যোগাযোগের অন্যতম ভরসা বেসরকারী বাস। আর সেই বাস বন্ধ থাকায় চরম দুর্ভোগে সাধারণ যাত্রীরা। এদিনের এই বনধে শুধু যাত্রী সাধারণ নয়, চরম সমস্যায় পড়েছেন বেসরকারী বাস কর্মীরাও। ‘নো ওয়ার্ক নো পে’ নিয়মে কাজ করা ওই কর্মীরা চরম আর্থিক সমস্যায় পড়বেন বলেই জানিয়েছেন।

তবে বনধকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments