eaibanglai
Homeএই বাংলায়দুষ্কৃতীদের দ্বারা এন আই টির অধ্যক্ষের বিরুদ্ধে কুৎসার অভিযোগ দুর্গাপুরে

দুষ্কৃতীদের দ্বারা এন আই টির অধ্যক্ষের বিরুদ্ধে কুৎসার অভিযোগ দুর্গাপুরে

মনোজ সিংহ, দুর্গাপুরঃ– গত শুক্রবার সকালে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে কাজ শুরু হওয়ার আগেই শোরগোল পড়ে যায়, রাতের অন্ধকারে আদালত চত্বরে দেওয়া বেশ কিছু লিফলেটকে কেন্দ্র করে। দুর্গাপুর মহকুমা আদালতে মানুষ আসেন বিভিন্ন সরকারি কাজে, কিন্তু এদিন সেই মানুষেরা হতবাক হন আদালত চত্বরে বিভিন্ন দেয়ালের সাটানো এক লিফলেটের জন্য। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । কারণ যে মানুষটির ছবি দিয়ে ওই কুৎসায় ভরা অভিযোগ লিপি সম্বলিত লিফলেট গুলি দেয়ালে লাগানো হয়েছে তিনি দুর্গাপুর এন আই টির মাননীয় অধ্যক্ষ অরবিন্দ চৌবে। উপস্থিত সাধারণ মানুষের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সঞ্চার হয় । প্রশ্ন ওঠে রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষের বিরুদ্ধে এ হেন কুৎসায় ভরা অভিযোগ লিপি কে বা কারা লাগালো শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে ? কি ছিল তাদের মূল উদ্দেশ্য ? অভিযোগ লিপি ওই লিফলেট এর মধ্যে যেসব কথা বা যাদের সম্বন্ধে কথা লেখা রয়েছে তারা একটি রাষ্ট্রায়ত্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সাথে যুক্ত ব্যক্তিরা। এ হেন নিম্নমানের কাজ করবেন তারা সে কথা ভাবারও অতীত। এখন প্রশ্ন গোটা শিল্পাঞ্চল জুড়ে কে বা কারা এ ধরনের নোংরা মানসিকতার পরিচয় দিচ্ছে। শিল্পাঞ্চল বাসিন্দাদের মধ্যে একটি ধারণা বহু প্রচলিত হচ্ছে যে তাহলে কি রাজ্য ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান গুলির মধ্যে যে দ্বন্দ্ব চলছে তারই আরেকটি রূপ দেখল দুর্গাপুরে গত শুক্রবার ? এই বেনামী কুৎসায় ভরা অভিযোগ লিফলেট গুলি কে বা কাদের দ্বারা সংগঠিত হলো তা দ্রুততার সাথে খুঁজে বের করা দরকার প্রশাসনের। কাপুরুষের মত রাতের অন্ধকারে এক রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠান মাননীয় অধ্যক্ষের বিরুদ্ধে এহেন বেনামী কুৎসা যে সকল ব্যক্তিরা করছেন অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিল্পাঞ্চলের বাসিন্দারা।

এদিকে দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি সূত্র মারফত জানা গেছে, কিছুদিন আগেই এন আই টি দুর্গাপুরের ডাইরেক্টর পদে নিযুক্ত হয়েছেন অরবিন্দ চৌবে। দায়িত্বভার গ্রহন করার পরের দিন থেকেই তিনি দুর্গাপুর এন আই টি তে বাস্তু ঘুঘুর বাসা ভাঙতে উদ্যোগী হন। উক্ত ঐ শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে চলছে বহু অনিয়ম, দুর্নীতি ও স্বজন পোষণ বলে জানা গেছে। অরবিন্দ চৌবে কড়া হাতে তার মোকাবেলা করতে নামার ফলেই কি তার বিরুদ্ধে এহেন কুৎসা চালানো হচ্ছে বেনামে ?

এ বিষয়ে এন আই টি দুর্গাপুরের ডাইরেক্টর অরবিন্দ চৌবে পরিষ্কারভাবে জানিয়ে দেন, “উক্ত বিষয়ে তিনি কিছুই জানেন না, আর জানতেও চান না। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাকে যে দায়িত্বভার দিয়ে পাঠানো হয়েছে তিনি তা সততা ও দক্ষতার সাথে পালন করে যাবেন। হয়তো তার কড়া পদক্ষেপ এর জন্য কিছু মানুষের ব্যক্তি স্বার্থে আঘাত লাগতে পারে, তবে দেশের স্বার্থে ও ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের স্বার্থে তিনি নিরন্তর কাজ চালিয়ে যাবেন বলে জানান। ” তার বিরুদ্ধে এ হেন কুৎসার জন্য তিনি প্রশাসনের দ্বারস্থ হবেন কিনা এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি ঘটনার সম্বন্ধে বিস্তারিত তথ্য জোগাড় করতে চেষ্টা করছেন। পরে এ বিষয়ে আলোচনা করে উচিত পদক্ষেপ গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments