eaibanglai
Homeএই বাংলায়কবিতার কলতান - সঙ্গে বাচিক ঐক্যতান

কবিতার কলতান – সঙ্গে বাচিক ঐক্যতান

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- বিভিন্ন বাচিক শিল্পীরা একত্রিত হয়ে অভিনব একটি অনুষ্ঠান উপহার দিলেন ২৪ ডিসেম্বর সারাদিন ধরে দুর্গাপুর ইস্পাত নগরীর বিধান ভবনে। কবিতাকেন্দ্রিক অনুষ্ঠানের সঙ্গে সংগীত ও নৃত্যের উল্লেখযোগ্য অনুষ্ঠান ও পরিবেশিত হল। আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুর পৌর নিগমের প্রশাসনিক বোর্ড-এর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। সম্বর্ধিত হন- সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, বাচিক শিল্পী গৌতম চক্রবর্তী, রাম রঞ্জন ঘোষাল, ইশিতা দাস অধিকারী, প্রণয় রায়, রঞ্জিত গুহ, বরুণ রায়, সুজিত গুহ প্রমুখ। আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠানে অংশ নিলেন বাচিক ঐক্যতান এর পাঁচটি শাখা এবং কথা ও কাহিনী, দুর্গাপুর কলা মন্দির, আরাধনা ড্যান্স একাডেমি, বহু বচন (কাটোয়া), শ্রুতিরঙ্গম, সৃজন সৃষ্টি, ছন্দনীড়, ভানু চক্র, দুর্গাপুর সুরপরিষদ ইত্যাদি সুপরিচিত সংস্থাগুলি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শম্পা কুন্ডু,সঞ্চিতা সিংহ ও জয়িতা সাঁই। সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনার কৃতিত্ব অবশ্যই হৃদয় সাঁই-এর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments