eaibanglai
Homeএই বাংলায়অপা যদি অর্পিতা পার্থ হয় তাহলে সাশুর অর্থ কি? বিতর্কিত পোস্টার ঘিরে...

অপা যদি অর্পিতা পার্থ হয় তাহলে সাশুর অর্থ কি? বিতর্কিত পোস্টার ঘিরে তরজা

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– অপা যদি অর্পিতা পার্থ হয় তাহলে সাশুর অর্থ কি ? অবৈধ সম্পর্ক (সাশু) ছাড়া কি তৃণমূলে কোনো পোস্ট পাওয়া যায়না? এমনই সব পোস্টার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে রানীগঞ্জের আমড়াসোতা গ্রাম পঞ্চায়েতের বাঁশড়া গ্রামে। গ্রাম জুড়ে বিভিন্ন দেওয়ালে ছড়িয়ে ছিটিয়ে সাঁটানো হয়েছে পোস্টারগুলি। কে বা কারা ওই পোস্টার দিয়েছে তা জানা না গেলেও ওই পোস্টার নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।

প্রসঙ্গত,দিন কয়েক আগেই রানীগঞ্জের পঞ্চায়েত এলাকাগুলিতে তৃণমূলের নতুন কমিটি গঠিত হয়েছে। যেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি রদবদল করা হয়েছে। যা নিয়ে তৃণমূলের অন্দরে নেতাকর্মীরা বিক্ষোভও দেখান। তারা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। যদিও তারপরও নতুন কোন সিদ্ধান্ত গ্রহণ হয়নি। এই পোস্টার কি তবে ওই চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ? প্রশ্ন অনেকের মনেই।

এ বিষয়ে সদ্য দায়িত্ব পাওয়া তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি শুভজিৎ মণ্ডল দাবি করেন, এটি বিরোধী দল সিপিএম, বিজেপির কাজ । সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগেই কুৎসা রটিয়ে বিরোধীরা সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। পাশাপাশি এই পোস্টারকাণ্ডে তাদের দলের কোন সদস্যই জড়িত নয় বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে সিপিএম তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সরাসরি খারিজ করে পাল্টা দাবি করেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই পোস্টার পড়েছে। নতুন অঞ্চল সাভাপতির রদবদল নিয়েই এই দ্বন্দ্ব। তৃণমূলের প্রতিটি স্তরে সদস্যরা নানান সব দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই কারুর স্বার্থে আঘাত লাগলে শুরু হয়ে যায় দ্বন্দ্ব। অন্যদিকে বিজেপিরও দাবি তৃণমূলের লোকেরাই ওই বিতর্কিত পোস্টার দিয়েছে। তাদের মতে তৃণমূল দলটা দুর্নীতির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িত। তাই কাট মানির ভাগ না পাওয়ার কারণে ও কে নেতা হবে তা নিয়ে টানাপোড়েনের জেরেই ওই পোস্টার পড়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments