eaibanglai
Homeএই বাংলায়হিমালয়ের সুউচ্চ শৃঙ্গ জয় দুর্গাপুরের ইস্পাত কর্মীর

হিমালয়ের সুউচ্চ শৃঙ্গ জয় দুর্গাপুরের ইস্পাত কর্মীর

নিজস্ব সংবাদদদাতা,দুর্গাপুরঃ– হিমালয়ের সুউচ্চ শৃঙ্গ জয় করে শিল্প শহর দুর্গাপুরের নাম উজ্জ্বল করলেন প্রিয়তোষ চক্রবর্তী। বছর ছাপান্নর প্রিয়তোষবাবু ইস্পাত কর্মী। গত ৫ আগস্ট ভদ্রেস্বর পাথ ফাইন্ডার এডভেঞ্চারস ক্লাবের উদ্যোগ একটি পর্বতারোহী দলের সঙ্গে দিল্লির উদ্দেশ্য রওনা দেন তিনি। সেখান থেকে লেহ হয়ে পোলোগোঙ্কা পাসের বেসক্যাম্পে পৌঁছে যায় ১৭ জনের পর্বতারোহী দলটি। এখানে দুটি দলে ভাগ হয়ে পৃথক পৃথক শূঙ্গ জয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন পর্বতারোহীরা। ১৪ আগস্ট লাদাখ হিমালয়ের পোগোলোঙ্কা শৃঙ্গ (৬৪৪২ মিটার) জয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে একটি দল। আর অন্য দলটি ১৫ আগস্ট ওই অঞ্চলেই আরো তিনটি ৬০০০ মিটারের বেশি উচ্চতার ভার্জিন শৃঙ্গ আরোহণ করতে বেরিয়ে পড়ে। দুটি দলই তাঁদের লক্ষ্যে সফল হয়।

আর এই সফল শৃঙ্গ জয় অভিযানে প্রিয়তোষবাবুর সঙ্গী ছিলেন দেবব্রত মুখার্জি (চীনের দিক দিয়ে এভারেস্ট শৃঙ্গ জয়ী),টুসী দাস (এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ জয়ী),দীপঙ্কর দাস (পোলোগোঙ্কা টিমের লিডার)সহ আরও ৬ জন সফল অভিযাত্রী।

এই সফল অভিযানের পর প্রিয়তোষবাবু ও তাঁর সঙ্গীরা গত ১৮ আগস্ট ভারতের অন্যতম বিখ্যাত ও জনপ্রিয় কাশ্মীর গ্রেট লেক রুটে ট্রেকিংয়ের জন্য লেহ থেকে শোনমার্গের উদ্দেশ্য রওনা দিয়েছেন।

প্রিয়তোষবাবুর এই সাফল্যে রীতিমতো গর্বিত শহরবাসী। প্রিয়তোষবাবু তাঁর অভিযান সফল করে সুস্থভাবে শহরে ফিরে আসুন, এখন এটাই কামনা শহরবাসীর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments