eaibanglai
Homeএই বাংলায়যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অতিবাম ও নকশালদের আঁতুরঘর বলে মন্ত্যব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর

যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অতিবাম ও নকশালদের আঁতুরঘর বলে মন্ত্যব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কার্যতই উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে দুর্গাপুরে দলীয় বৈঠকে যোগ দিতে এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অতিবাম ও নকশালদের আঁতুরঘর বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। এদিন যাদবপুরের ছাত্র মৃত্যুতে র‍্যাগিংয়ের যে অভিযোগ উঠেছে সে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুভাষবাবু বলেন, “এটা তো গত কয়েক দশক ধরে চলে আসছে। যখন বাম সরকার ছিল তখনও তারা র‍্যাগিং রুখতে কোনও সদিচ্ছা দেখাতে পারেনি। এছাড়া অতিবাম ও নকশালদের একেবার আঁতুরগর ঘর যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওখান থেকে সব প্রোডাকশন হয়েছে। এটা সমস্ত মানুষ জানে।”

পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল ও রাজ্যসরকারের যে সংঘাত তৈরি হয়েছে তার জন্য রাজ্য সরকারকে এক হাত নিয়ে তিনি বলেন,”রাজ্য সরকারকে উপাচার্য নিয়োগের পদ্ধতি রাজ্যপালের কাছে উপস্থাপনা করা দরকার। রাজ্য সরকার চাইছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী দখলদারী। সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান স্বশাসিত হওয়া দরকার।”

প্রসঙ্গত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেন রাজ্য়পাল আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান বুদ্ধদেব সাউ অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেছেন। অন্যদিকে রাজ্য সরকারের সাথে আলোচনা না করে রাজ্যপাল অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

উল্লেখ্য সোমবার দুর্গাপুরে ৩১ নম্বর বিদ্যাসাগর অ্যাভিনিউয়ে বিজেপির কার্যালয়ে রাঢ়বঙ্গ জোনের ৮ টি সাংগঠনিক জেলাকে নিয়ে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। দলীয় সূত্রে জানা গেছে মূলত ২০২৪ এর লোকসভা ভোটকে সামনে রেখেই দলীয় সংগঠনকে আরও মজমুত করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে যোগ দিতে এসেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নানা ঘটনা প্রসঙ্গে মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments