eaibanglai
Homeএই বাংলায়আত্মহত্যা নয় খুন হয়েছে ইঞ্জিনিয়ারিং ছাত্র সৌরভ অভিযোগ পরিবারের

আত্মহত্যা নয় খুন হয়েছে ইঞ্জিনিয়ারিং ছাত্র সৌরভ অভিযোগ পরিবারের

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- দুর্গাপুর শিল্পাঞ্চলের নিউ টাউনশিপ থানা এলাকায় অবস্থিত বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রের ঝুলন্ত পচা গলা দেহ উদ্ধার হয় ওই কলেজেরই চারতলার পরিত্যাক্ত একটি ঘর থেকে গত বৃহস্পতিবার বিকেলে। কিভাবে ওই ছাত্রের মৃত্যুর তা নিয়ে চলছে জোর জল্পনা। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। সূত্র মারফত জানা গেছে চলতি মাসের ২১ তারিখে শেষবার কলেজ ক্যাম্পাসে দেখা গিয়েছিল ওই ছাত্রকে। বিহারের ভাগলপুরে এক সাধারন পরিবারের ছেলে ছিল সৌরভ কুমার(২২) বলে জানা গিয়েছে। সৌরভ কুমারের বাড়ি বিহারের ভাগলপুরের কেহেলগাও গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। মৃত ছাত্রের পরিবারের লোকজন গত বুধবার বিকেলেই দুর্গাপুরে এসেছিলেন কলেজ কর্তৃপক্ষের ডাক পেয়ে। কিন্তু ২৪ ঘন্টা পরেই তারা তাদের ছেলের ঝুলন্ত মৃতদেহ কলেজ ক্যাম্পাসের চার তলার একটি ঘর থেকে উদ্ধার হওয়াই সন্দেহ জেগেছে ওই পরিবারের লোকজনদের মনে। শুক্রবার দুর্গাপুর থেকে মৃত তৃতীয় বর্ষের পড়ুয়া সৌরভ কুমারের পরিবারের লোকজনের অভিযোগ, “কি কারনে সৌরভের মৃত্যু হল তারা বুঝে উঠতে পারছেন না। ধন্ধে রয়েছে তারাও।” ভাগলপুরের কেহেল গাও গ্রাম পঞ্চায়েতের মুখিয়া ব্রজেস পাসওয়ান অভিযোগ করেন, “আত্মহত্যা নয় খুন হয়েছে সৌরভ। কলেজ কর্তৃপক্ষ ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে বলেও তিনি গুরুতর অভিযোগ তোলেন। তারা তদন্ত চাইছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments