eaibanglai
Homeএই বাংলায়রক্তের ভাণ্ডার পূর্ন রাখার অঙ্গীকার নিয়ে এগিয়ে এল বেসরকারি শিল্প সংস্থা

রক্তের ভাণ্ডার পূর্ন রাখার অঙ্গীকার নিয়ে এগিয়ে এল বেসরকারি শিল্প সংস্থা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রক্তের ভাণ্ডার পূর্ন রাখার অঙ্গীকার নিয়ে এগিয়ে এলো শিল্প সংস্থা । প্রসঙ্গত উৎসবের এই মরশুমে রক্তদানের প্রবনতা কমে যাওয়ায় ব্লাক ব্যাঙ্ক গুলির অবস্থা খুবই শোচনীয় হয়ে দাঁড়ায়। দিন কয়েক আগে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক প্রায় শূন্য হয়ে পড়ে। এই পরিস্থিতিতি হাসপাতালের তরফে রক্তদান শিবির করে রক্তদান করেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও হাসপাতালের প্রশাসনিক কর্মীরা। এই পরিস্থিতিতে রক্তের ভাণ্ডার পূর্ন রাখতে এগিয়ে এল পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় অবস্থিত শিল্প সংস্থা আশীর্বাদ পাইপ প্রাইভেট লিমিটেড। সোমবার দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় জরুরি ভিত্তিতে একটি রক্তদান শিবিরের আয়োজন করে বেসরকারি সংস্থাটি। এবং সংস্থার ৩১জন শ্রমিক কর্মচারী আধিকারিকরা এদিনের শিবিরে রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে।

এদিন ফিতে কেটে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্ল্যান্ট হেড চিত্তরঞ্জন কর। উপস্থিত ছিলেন মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাঃ দেবযানী বাসু, রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ, মধুসূদন ঘটক ও মৃত্যুঞ্জয় সামন্ত, কারখানার আধিকারিক সুতনু মৌলিক সহ অনান্য ব্যক্তি বর্গ। ফোরামের সম্পাদক রাজেশ পালিত ও আধিকারিক সুতনু মৌলিক সকল রক্তদাতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments