eaibanglai
Homeএই বাংলায়এবার শহরের ম্যারেজ হল গুঁড়িয়ে দিল আসানসোল পৌরনিগম

এবার শহরের ম্যারেজ হল গুঁড়িয়ে দিল আসানসোল পৌরনিগম

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- মার্কেট কমপ্লেক্সের পর এবার শহরের ম্যারেজ হলের গুঁড়িয়ে দিল আসানসোল পৌরনিগম। অভিযোগ বৈধ নকশা বা প্ল্যান ছাড়াই নির্মাণ করা হয়েছিল আসানসোলের ইসমাইলের বিআরএমবি রোডের ওই ভবনটি। আগে ভবনটির গ্রাউন্ড ফ্লোরে চারটি দোকানঘর ও প্রথম তলায় রেসিডেন্সিয়াল রুম ছিলো। পরে ভবনটিকে সম্প্রসারণ করে ম্যারেজ হল করা হয়। যদিও এরজন্য পুরনিগমের তরফে কোন অনুমতি সহ বৈধ নকশা বা প্ল্যান করা হয়নি। গোটা বিষয়টি অভিযোগ আকারে আসানসোল পুরনিগমের কাছে জমা পড়ে। পুরনিগমের ইঞ্জিনিয়ারিং দপ্তর গোটা বিষয়টি নিয়ে তদন্ত করে ম্যারেজ হলের মালিক সুরেশ রামকে নোটিশ দিয়ে শুনানিতে ডাকে। কিন্তু সেই শুনানিতে হল মালিক ওই ভবনের সম্প্রসারিত অংশ নির্মাণের জন্য কোন বৈধ নকশা বা প্ল্যান দেখাতে পারেননি। শেষ পর্যন্ত গত জুলাই মাসে এই নির্মাণকে বেআইনী বলে নোটিশ করা হয় এবং হল মালিককে ওই অবৈধ নির্মাণের জন্য প্রায় ৭০ লক্ষ টাকা জরিমানা করা হয়। কিন্তু তিনি তা দেওয়ার ব্যাপারে কোন আগ্রহ দেখাননি বলে অভিযোগ। শেষ পর্যন্ত সোমবার পুরনিগমের দুই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও আইনী উপদেষ্টা পুর কর্মীদেরকে নিয়ে এলাকায় পৌঁছন এবং জেসিবি মেশিন দিয়ে ম্যারেজ হলের পেছনের অংশ ভাঙে দেওয়া হয়। যদিও এরপর হল মালিক জরিমানার টাকা দেওয়ার কথা জানিয়ে অনুরোধ জানালে অবৈধ নির্মাণ ভাঙা স্থগিত রাখা হয়। অন্য়দিকে এই বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে যাতে কোনো রকম সমস্যা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তারজন্য এলাকায় হিরাপুর থানার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিলো।

প্রসঙ্গতঃ, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় আগেই জানিয়েছেন যে, পুর এলাকায় কোন বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবেনা। কোথাও কোন অভিযোগ পেলে তা সরজমিনে খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে। জানা গেছে, পুর এলাকায় প্রায় ১০০ টিরও বেশি বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ইতিমধ্যেই ১০ টির মতো নির্মাণ ভাঙা হয়েছে। আরও বেশকিছু অবৈধ নির্মানের শুনানি চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments