eaibanglai
Homeএই বাংলায়বনদপ্তরের কর্মীদের বিট অফিসে বন্ধ করে তালা ঝোলাল ক্ষুব্ধ গ্রামবাসী

বনদপ্তরের কর্মীদের বিট অফিসে বন্ধ করে তালা ঝোলাল ক্ষুব্ধ গ্রামবাসী

সংবাদদাতা,বাঁকুড়াঃ– হাতির তাণ্ডবের প্রতিবাদে অনিভব বিক্ষোভ গ্রামবাসীদের। হাতির অত্যাচার রোখার দাবি জানিয়ে বনদপ্তরের কর্মীদের বিট অফিসে বন্ধ রেখে বিক্ষোভ দেখাল বিক্ষুব্ধ গ্রামবাসী। ঘটনা বাঁকুড়ার বেলিয়াতোড় থানার সংগ্রামপুর বিটের। এদিন বিট অফিসে বনদপ্তরের কর্মীদের আটকে বাইরে থেকে প্রধান ফটকে তাবা ঝুলিয়ে দেয় এলাকাবাসী।

জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দাদের অভিযোগে বর্তমানে সংগ্রামপুর বিটে যে হাতির দলটি রয়েছে তারা অত্যন্ত আক্রমাণাত্বক। দলে রয়েছে খুনে হাতি। শুধু ফসলের ক্ষতি করে ক্ষান্ত হচ্ছে না তারা। নিয়মিত গ্রামে হামলা চালাচ্ছে, ঘরবাড়ি ভাঙছে। আর সামনে কেউ পড়ে গেলেই তাঁকে পিষে মারছে। যার জেরে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে । হাতির আতঙ্কে রাতের ঘুম ছুটেছে। সূর্য ডুবলেই আতঙ্ক নামছে। সকালেও কুয়াশা ভাল ভাবে না কাটা পর্যন্ত বাড়ির বাইরে বেরোতে অনেকে সাহস পাচ্ছেন না। ফলে জঙ্গলে শৌচে যাওয়া থেকে শুরু করে জঙ্গেলর পথ পেরিয়ে কাজে যাওয়া কিংবা স্কুলে যাওয়া, হাতির ভয়ে সব বন্ধ । অথচ বনদপ্তর হাতির হানা রুখতে কোনও চেষ্টাই করছে না বলে অভিযোগ গ্রামবাসীর। অবিলম্বে এলাকা থেকে হাতির দলটি সরানোর ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।

বন দপ্তর সূত্রে জানা গেছে পশ্চিম মেদিনীপুর থেকে ৮২টি হাতি আসার পরে গত কুড়ি দিনে বাঁকুড়া জেলায় দাঁতালের হানায় মৃত্যু হয়েছে চার জনের। এই মুহূর্তে জেলায় রয়েছে ৭২টি হাতি। বড়জোড়া রেঞ্জের বনাধিকারিক ঋত্ত্বিক দে জানান এলাকার মানুষের নিরাপত্তার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জঙ্গলের পথে যেখানে হাতির হানার সম্ভাবনা রয়েছে সেই এলাকা গাড়িতে করে পাহাড়া দিয়ে গ্রামবাসীদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সামনেই মাধ্যমিক পরীক্ষী। সেই বিষয়টি মাথায় রেখে পরীক্ষার্থীদের একেবারে বাড়ি থেকে গাড়িতে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ও ফের পরীক্ষা কেন্দ্র থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করবে বনদপ্তর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments