eaibanglai
Homeএই বাংলায়গ্রাফাইট কারখানাতে নেতাদের 'পকেট ভরা'র প্ল্যানঃ প্রকৃত চাকরি প্রার্থীরা বঞ্চিত, ক্ষোভ বাড়ছে...

গ্রাফাইট কারখানাতে নেতাদের ‘পকেট ভরা’র প্ল্যানঃ প্রকৃত চাকরি প্রার্থীরা বঞ্চিত, ক্ষোভ বাড়ছে বেকারদের

অমল মাজি, দুর্গাপুরঃ- এবার গ্রাফাইট কারখানাকে সামনে রেখে দুহাতে “লুঠতে” চাইছে নেতারা। এমনই অভিযোগ তুলছে স্থানীয় নেতা কর্মীরা । সগরভাঙ্গায় গ্রাফাইট কারখানাকে ঘিরে তৃণমূলে গোষ্ঠী দখলের লড়াই বারবার প্রকাশ্যে এসেছে । আজ সেই গ্রাফাইট কারখানায় প্রজেক্টে ঠিকাদার শ্রমিক নিয়োগের বিষয়ে “রুটি” ভাগ পেয়ে তৃণমূলের সব গোষ্ঠী মিলেমিশে একাকার। বছরখানেক আগে তৃণমূলের এক নেতা (বর্তমানে পোস্ত চাষ নিয়ে বিতর্কিত) গ্রাফাইট কারখানার শ্রমিক নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করে স্বজন পোষণের অভিযোগ তুলেছিলেন, সেইদিন তিনি বলেছিলেন, ‘যারা স্থানীয় বেকার যুবকদের বঞ্চিত করে নিজেদের আখের গোছাচ্ছে তারা ধ্বংস হবে’। কিন্তু, আজ সেই নেতাই নিজের আখের গোছাতে ব্যস্ত, বলে অভিযোগ এলাকার সর্বত্র। সেই নেতাই এখন ভাগবাটোয়ারাতে অংশীদার হচ্ছেন বলেও অভিযোগ । অভিযোগ উঠছে, শ্রমিক নিয়োগের নেপথ্যে কোটি কোটি টাকার খেলাও নাকি ফের শুরু হয়ে গেছে ।

আগামীদিনে দুর্গাপুর পুরসভার নির্বাচন, তাকে সামনে রেখে যত তাড়াতাড়ি সম্ভব গ্রাফাইটে প্রায় দেড়শোর মতো লোক ঢোকাতে চলেছে শাসক তৃণমূল কংগ্রেসের কিছু স্বার্থনেষী নেতা, বলে জানতে পারা গেছে। সেই লোক নিয়োগের পদ্ধতি নিয়েই আবার যত আপত্তি তৃণমূল কর্মীদের একাংশের এবং স্থানীয় বেকার বঞ্চিত যুবকদের । সেক্ষেত্রে অভিযোগ, কিছু নেতা তাদের ইচ্ছাখুশি মতো “কোটা” ভাগ করে লোক নিয়োগ করার পরিকল্পনা করেছে । তাতে দেখা যাচ্ছে, এলাকার সত্তর-আশিজন যুবককে নিয়োগ করে বাকি লোক বাইরে থেকে এনে নিয়োগ করা হবে ।
গোপন সূত্রের খবর, সেক্ষেত্রে বহিরাগতদের নিয়োগের জন্য জন প্রতি ৪ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা নেওয়া হচ্ছে । এমনই অভিযোগ তৃণমূলের অন্দরমহলে । এর বিরুদ্ধে স্থানীয় মানুষ ও স্থানীয় বেকারা এবং বঞ্চিত যুবকরা ক্ষোভে ফুঁসছে । আগামী পুরসভা নির্বাচনে ভোট বাক্সে এর প্রভাব যে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

এই বিষয়ে আসানসোল জেলা বিজেপির সহ সভাপতি এবং বিজেপির মুখপাত্র চন্দ্রশেখর ব্যানার্জি এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “স্থানীয় বেকারদের চাকরিতে আমরা বাধা দেবো না। তবে স্থানীয় দরিদ্র বেকার যুবকদের বঞ্চিত করে আসানসোল থেকে লোক এনে গ্রাফাইট কারখানায় লোক নিয়োগ করা চলবে না। স্থানীয়দেরই অগ্রাধিকার দিতে হবে। আর এই লোক নিয়োগে প্রধান বিরোধী দল হিসাবে বিজেপিকে ৪০ শতাংশ লোক নিয়োগের সুযোগ দিতে হবে। কারণ, সিপিএমের আমলে বিরোধী দল টিএমসি’কে ৬০:৪০ অনুপাতে লোক নিয়োগ করার সুযোগ দেওয়া হতো। এখন তা হবে না কেন ? এই ব্যাপারে আমরা গ্রাফাইট ম্যানেজমেন্টকে লিখিত আবেদন জানাবো। আমাদের দাবি মানা নাহলে আমরা গণ আন্দোলনে নামবো। প্রতিবাদে এই গ্রাফাইট কারখানার গেট থেকেই গণআন্দোলন গড়ে তোলা হবে । সেই আন্দোলন আগামীদিনে বিরাট বড় আন্দোলনের সূচনা হবে। এমন অনৈতিক নিয়োগ প্রক্রিয়া মেনে নেওয়া যাবে না ।”

অবশ্য এলাকার শান্তিপ্রিয় মানুষদের বক্তব্য “স্থানীয় বেকার যুবকদের বঞ্চিত করে বাইরে থেকে লোক এনে নিয়োগ করার প্রক্রিয়া চলছে মোটা টাকার বিনিময়ে। তাও আবার গ্রাফাইটের একটি প্রজেক্টে ঠিকাদারি চাকরি। নেতারা নিজেদের ভাগ্নে, ভাইপো, জামাইদের চাকরি দিচ্ছে।”

অন্যদিকে সগরভাঙার একাধিক তৃণমূলের পুরোনো কর্মীরা বলেন, “যে নেতা (পোস্ত চাষ নিয়ে বিতর্কিত) বছরখানেক আগে শ্রমিক নিয়োগে স্বচ্ছতার প্রশ্ন তুলে কারখানা কর্তৃপক্ষের সাথে বসার দাবি নিয়ে নাটক করেছিলেন, কারখানার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ তুলে বাজার গরম করার নাটক করেছিলেন, আজ সেই নাটকবাজ নেতা লোক নিয়োগের ৫ টি কোটা নিয়ে এখন চুপ মেরে দিয়েছেন। অপরদিকে, সগরভাঙা এলাকার যেসব নেতারা গ্রাফাইট কারখানায় চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে বসে আছেন, আজ তারাও নিজেদের সুবিধামতো “কোটা” পেয়ে চুপটি মেরে আছেন ।”

সগরভাঙ্গায় কান পাতলেই শোনা যাচ্ছে এই রুটি ভাগাভাগির গল্প। ২৮ নং ওয়ার্ড- এর সব নেতারা মিলে ৮০ টি “কোটা” পাচ্ছে, আর ২৯ নং ওয়ার্ডের (হাউজিংয়ের জমি দখল করতে গিয়ে ধরা পড়ে যাওয়া) নেতা সহ তিনজন নেতা ৩০ টি “কোটা” পাচ্ছে। অবশ্য এই “কোটা” ভাগাভাগি নিয়ে এখনও ওই নেতাদের মধ্যে দড়ি টানাটানি অব্যাহত। তাই একপক্ষ অপরপক্ষ প্রায় দৈনিক আসানসোল ছুটছে “বড়” নেতাদেরকে সঙ্গে বোঝাপড়া করতে। এছাড়া কারখানার ট্রেড ইউনিয়ন নেতারাও আলাদা ভাবে ৩০/৪০ টি “কোটা” পাচ্ছে বলে অভিযোগ। অবশ্য ৩ নং ব্লক তৃণমূল সভাপতি ভীম মন্ডল বলেন, এটা তৃণমূল ট্রেড ইউনিয়নের বিষয়। এই ব্যাপারে আমার সঙ্গে কেউ কিছু আলোচনা করেনি, তাই কিছু বলতে পারবো না। তবে শুনেছি গ্রাফাইট কারখানায় লোক নিয়োগের বিষয়টি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments