eaibanglai
Homeএই বাংলায়বিদ্যুৎ বন্টন নিগমের গাড়ি আটকে বিক্ষোভ

বিদ্যুৎ বন্টন নিগমের গাড়ি আটকে বিক্ষোভ

সংবাদদাতা,কাঁকসাঃ- লোডশেডিংয়ে নাজেহাল গ্রামবাসী। প্রতিবাদে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের গাড়ি আটকে বিক্ষোভে সামিল হল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনা দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের মলানদিঘী এলাকার।

এলাকাবাসীর অভিযোগ, এক সপ্তাহ ধরে রাতে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিদ্যুৎ সংযোগ। ফলে চরম গরমের মধ্যে বিপাকে পড়তে হচ্ছে এলাকার মানুষকে। তাতে একদিকে যেমন ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন যাপন তেমনি গরমে অসুস্থ হয়ে পড়ছনে শিশু ও বৃদ্ধরা। ক্ষতি হচ্ছে বাচ্চাদের পড়শুনার। বিষয়টি নিয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের জানানো সত্ত্বেও কোন সুরাহা মেলেনি বলেও অভিযোগ।

এরই মধ্যে বুধবার সকালে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকার ট্রান্সফরমার মেরামত করতে এলে বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে রেখে দেয় এলাকাবাসীরা এবং তৃণমূল নেতৃত্ব। তারা সাফ জানান যতক্ষণ না পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এলাকায় পৌঁছাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা গাড়ি আটকে রাখবেন।

ঘটনাকে কেন্দ্র করে এদিন সকাল থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments